মুকুল রায় কি ফিরে যেতে চান পুরনো দলে?

ডেস্ক: একুশে বাংলার তৃণমূলের অভাবনীয় প্রত্যাবর্তন প্রতিটি মানুষকেই ভাবিয়ে তুলেছে। এর থেকেও বেশি যেটি ভাবিয়ে তুলেছে সেটা হলো বিজেপির মুখ থুবড়ে পড়া। কিন্তু অন্যদিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলায় টিএমসি র অন্যতম প্রতিপক্ষ বিজেপি।

বিজেপির কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তার রাজনৈতিক ক্যারিয়ারে ২০ বছর পর তিনি ফের বিধানসভায় জিতলেন এবং বিধায়ক হলেন।
কিন্তু খুশির উচ্ছাস লেশমাত্র নেই তার মুখে।

যেখানে বাংলায় এত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। প্রত্যেক দলের নেতারাই প্রায় বিজেপির বঙ্গে খুঁটি শক্ত করা নিয়ে পজিটিভ এবং নেগেটিভ দুই রকমই বক্তব্য রেখেছেন। সেখানে নিরবতা পালন করছে মুকুল রায়।

আজ তিনি বিধানসভায় শপথ বাক্য পাঠ করেও নিরাপত্তাকে সঙ্গী করেই প্রস্থান করলেন। সেইসাথে সাংবাদিকদের যা বললেন তাতে প্রায় নাড়িয়ে দিয়েছে রাজনীতিকে।

মুকুল রায় আজকে বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বলেছেন, “আমি আজ কিছু কথা বলবো না। যেদিন বলার সেদিনই সবাইকে ডেকে আমি বলব।” স্বাভাবিক ভাবেই এইরূপ বক্তব্যকে ঘিরে শুরু হয় অনেক জল্পনা-কল্পনা।

এছাড়াও শপথ গ্রহণ পর তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে শুভেচ্ছা জানান।
তবে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মুকুল এর পক্ষে এক মন্তব্য শোনা যায়। তিনি বলেন,“শুভেন্দুর থেকে মুকুল ভালো। অন্তত বিশ্বাসঘাতকতা করে নি, এরা যা করছে।”

তাহলে কি মুকুল রায় তৃণমূলের প্রতি টান টা এখনও বর্তমান? তিনি কি ফিরে যেতে চান পুরনো দলে কাছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *