রাম গোপাল বর্মা বিশ্বাসঘাতক, কেনো এমন ভেবেছিলেন আমির?

ডেস্ক: যেকোনো ক্ষেত্রে একই সাথে কাজ করতে গেলে মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ফিল্ম ইন্ডাস্ট্রি ও তার ব্যতিক্রম নয়। প্রায়শই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতাদের নিজেদের মধ্যে বা তার অভিনেত্রীর সাথে অথবা পরিচালক ও প্রোডাকশন হাউসের সাথে সম্পর্কে ফাটল ধরা পড়েছে। অনেকেই বিষয়টি প্রকাশ্যে এনেছে অনেকেই কোনরকম মন্তব্য না করি সহজে এড়িয়ে গেছে বিষয়টি কে।

তবে পরিচালক রাম গোপাল বর্মা কিন্তু ব্যতিক্রমী। তার সাথে অভিনেতা আমির খানের মনোমালিন্যের কথাটি প্রকাশ্যে এনেছিলেন তিনি। প্রায় 25 বছর আগে এক ভুল বোঝাবুঝিতে মনোমালিন্য হয়েছিল রামগোপাল বর্মার সাথে আমির খানের।

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল আমির খান, উর্মিলা মাতন্ডকর ও জ্যাকি শ্রফ অভিনীত ছবি ‘রঙ্গিলা’। সেই ছবির মুক্তির পরই আমির খানের মনে হয়েছিল ছবি পরিচালক রামগোপাল বর্মা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু কেন?

আমির খানের মতে, ছবির মুক্তির পর রামগোপাল বর্মা বলেছিলেন “ছবিতে একজন সহ অভিনেতাও আমিরের থেকে ভালো অভিনয় করেছেন।”
এই বক্তব্যটি আমির খানের খুব একটা পছন্দ হয়নি।

কিন্তু রামগোপালের দাবি, “আমির খানের বিষয়ে এমন কথা উনি কখনোই বলেন নি। সে সময় মিডিয়ার কিছু সাক্ষাৎকারে তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল।” যেখানে তিনি বলেছিলেন যে “সহ-অভিনেতার ভালো রিএকশন এর জন্য আমিরের পারফরমেন্সের ভাল হয়েছিল কিন্তু সেই কথার ভুল ব্যাখ্যা হয়েছিল মিডিয়ায়।”

তিনি আমিরের প্রশংসায় বলেন, “আমির অত্যন্ত ডেডিকেটেড, প্যাশনেট অভিনেতা। ওর অধৈর্য বেশি। বরং আমিই অনেক অধৈর্য। মিডিয়ার এরকম একটি বক্তব্যের ভুল প্রতিস্থাপনা করাতে আমিরের মনে হয়েছিল আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। সে সময় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ এত সহজ ছিল না ফলে ফোন করে তার সাথে আমি সমস্যাটি মিটিয়ে উঠতে পারিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *