রাজ্যের ৮ টি জেলায় অক্সিজেন সরবরাহের কাজ শুরু করবেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী

ডেস্ক: কোরোনার সুনামিতে ভেসে যাচ্ছে মানব সভ্যতা দেশজুড়ে সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েই চলেছে। গোটা দেশ তথা রাজ্যের হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে না বেড। অক্সিজেনের অভাবে প্রাণহানি হচ্ছে রোগীদের।

এই সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের ও টলিউডের বিভিন্ন অভিনেতারা। খাদ্য, পরিষেবা, রেশন, টাকা এবং অক্সিজেন দিও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অনেক তারকাই।
তবে বাংলার বুকে একটা প্রশ্ন বারবার টোকা দিচ্ছে যে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী এই মুহূর্তে মানুষের পাশে নেই কেন?

কিন্তু এইসব প্রশ্ন দাদার কানে যাওয়ার অনেক আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো।প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তার নিজের নামে ফাউন্ডেশনের মাধ্যমে রাজ্যের মোট ৮ টি জেলায় অক্সিজেন সরবরাহের কাজে নামবেন। আগামী রবিবার থেকে দেওয়া হবে অক্সিজেন কনসেনট্রেটর। এ বিষয়ে সৌরভের দাদা স্নেহাসিশ গাঙ্গুলি বলেছেন “সৌরভ এটা নিয়ে ভেবেছিল অনেকদিন ধরেই তারপর আমার সাথে এ বিষয়ে আলোচনাও করেছে, আমি ওকে বলেছি অক্সিজেনের কথা যেটি রাজ্যে এখন প্রচন্ডভাবে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এটি কোভিড কেয়ার প্রকল্পে যুক্ত করলে মানুষের সুবিধা হবে। তাই আমরা এই কাজে নামছি।” তবে এই কাজের জন্য সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন এর সাথে গাঁটছড়া বেঁধেছেন পার্থ জিন্দালের JSW গ্রুপ এবং শতদ্রু দত্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।

গতবছর লকডাউন এর সময় কোরোনার প্রথম ঢেউয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছিল মহারাজা কে। তিনি সরাসরি সাহায্য করতে না পারলেও বাংলার ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন সহ একাধিক প্রতিষ্ঠান তিনি অনুদান করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *