রাজনীতিতেও যোগ দিচ্ছেন কঙ্গনা? ইন্ডাস্ট্রিতে কি তাকেও সম্মুখীন হতে হচ্ছে সমস্যার?

ডেস্ক: এমনিতেই বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত বরাবরই কোনো না কোনো বিতর্কের সাথে জড়িয়ে থাকেন। তবেই তিনি যতই বিতর্কিত কথা বার্তার জন্য ট্রোল হয়ে থাকুন না কেনো তিনি যে একজন সুদক্ষ অভিনেত্রী সে কথাটি মোটেও ফেলার মতো নয়।

সম্প্রতিই রিলিজ হয়েছে কঙ্গনার দীর্ঘপ্রতীক্ষিত সিনেমা ‘থালাইভি’। যেখানে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তামিল নাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা র ভূমিকায় অভিনয় করেন। এটি একটি বায়োপিক যেখানে জয়ললিতার জীবনের প্রতিটি মুহূর্তকে, তাঁর লাইফ জার্নি কে তুলে ধরা হয়েছে।

Is Kangana joining politics too?

এই সিনেমার প্রমোশনের জন্য তিনি একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। আর সেখানেই তিনি ইঙ্গিত দেন রাজনীতিতে যোগদানের। এদিন রাজনীতি প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমি জাতীয়তাবাদী। দেশের জন্য কথা বলি আমি। তার কারণ আমি রাজনীতিবিদ তো নই। একজন দায়িত্ববান নাগরিক। আর রাজনীতিতে যোগ দেওয়ার কথা যদি জানতে চান, তা হলে আমি বলব রাজনীতিতে যোগ দিতে গেলে সাধারণ মানুষের প্রচুর সমর্থন প্রয়োজন। আপাতত অভিনেত্রী হিসেবেই আমি খুশি। ভবিষ্যতে যদি সাধারণ মানুষ আমাকে রাজনীতিতে দেখতে পছন্দ করেন এবং সমর্থন করেন, তা হলে নিশ্চয়ই সেটা করব। আমার ভালই লাগবে।”

Is Kangana joining politics too?

কঙ্গনা এমনিতেই শিরোনামে থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি রাজনীতিতে যোগদান দিলে বিষয়টি কতদূর গড়াতে পারে তার আঁচ ইতিমধ্যে করে ফেলছে সাধারণ মানুষরা। তবে সে সবই ভবিষ্যতের ওপর নির্ভর করছে।

‘থালাইভি’ সিনেমার প্রসঙ্গে জানিয়ে রাখি, সিনেমাটি বাকি সিনেমাগুলোর মতো OTT প্লাটফর্মে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু বিষয়টিতে সম্মতি দেননি কঙ্গনা। তিনি প্রেক্ষাগৃহেই সিনেমাটি মুক্তি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *