বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খায় কংগ্রেস, দলীয় নেতা জীতিন প্রসাদ যোগ দেন বিজেপি তে

ডেস্ক: আরো একবার দল বদলির ঘটনা। উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেলো কংগ্রেস। কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদ সকলকে চমক লাগিয়ে যোগ দিলেন বিজেপিতে। তাকে স্বাগত জানান বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। দীর্ঘ 20 বছর যাবৎ কংগ্রেসের সঙ্গে যুক্ত জীতিন প্রসাদ। একসময় ঘনিষ্ঠ ছিলেন রাহুল গান্ধীর। তারপরই হঠাৎ এই সিদ্ধান্ত। আজ তিনি প্রকাশ্যে যোগ দিলেন কংগ্রেস।

একটানা এতবছর একটি দল সক্রিয় থাকার পর হঠাৎই মনোভাব পরিবর্তনের কারণ জানালেন জীতিন। তিনি বললেন, “কংগ্রেসের সঙ্গে আমার পরিবারের তিন প্রজন্মের সম্পর্ক। বহু ভাবনাচিন্তার পরই আমি এই সিদ্ধান্ত নিয়েছে। বিগত 8-10 বছর ধরে আমার মনে হয়েছে যে যদি সত্যিই কোনও জাতীয় দল থাকে, তবে তা বিজেপি। বাকি রাজনৈতিক দলগুলি আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ।” প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন দেশের উন্নয়নের লক্ষ্যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি উঠে দাঁড়িয়েছে।

কংগ্রেসের বিক্ষুব্ধ 23 নেতা অর্থাৎ যারা জি-23 নামে পরিচিত তাদেরই অন্যতম ছিলেন জীতিন। 2019 সালেই তিনি দল ছাড়তে তৎপর হয়ে উঠলেও কোনো কারণ বশত তা সম্ভব হয়ে ওঠেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *