WB by-poll: বুথে বহিরাগতদের নিয়ে হানা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের, ভোট দিতে তৈরি করছে সমস্যা অভিযোগ স্থানীয়দের

ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভবানীপুর, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। আজকের দিনটি বাংলার জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তেমনই ভারতের রাজনীতিতে ও এই দিনটির প্রভাবও বেশ ভালোভাবে পড়তে চলেছে।

ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ফলত সেই কেন্দ্রেই নজর গোটা পশ্চিমবঙ্গের। কারণ এই ভোটের ওপরই নির্ভর করে রয়েছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। পাশাপাশি নির্ভরশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের ও ভবিষ্যৎ। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের হয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেও ছয় মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে একটি বিধানসভা আসনে জিতে আসতে হবে।

সেই কারণেই ভবানীপুরে জেতা আসন ছেড়ে দেন তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আসন থেকে উপ নির্বাচনে লড়তে পারেন। 144 ধারা জারি হয়েছে ভবানীপুর কেন্দ্রে। নির্বাচন কমিশন নিয়োগ করেছে 15 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ও জঙ্গিপুর বিধানসভায়। তাই সেই দুটি কেন্দ্রেও হচ্ছে ভোট।

BJP candidate Priyanka Tibrewal is making turbulence on voting booths

এরই মধ্যে ভবানীপুর খালসা হাই স্কুলে বাড়ে উত্তেজনা। স্থানীয়রা জানান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল স্কুলে আসা মাত্রই বারে ঝঞ্ঝা। অতিরিক্ত গাড়ি ও বহিরাগত দের নিয়ে হানা দেন বুথে। ফলে ভোটার দের ভোট দিতে অসুবিধার সৃষ্টি হয়। অন্য দিকে, বিজেপি প্রার্থীর বক্তব্য, বুথ জ্যাম করে চলছে ছাপ্পা ভোট। মদন মিত্রের এলাকায় চলছে ভুয়ো ভোট। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরব হয় কেন্দ্রীয় সেনা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *