ভারত সেবাশ্রম সঙ্ঘে পুজো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ

 

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের বৃহস্পতিবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়েছিলেন। মহারাজদের সঙ্গে আলাপ সেরে আরতি করলেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্ঘে উপহারও দিল৷

বুধবার রাতেই কলকাতায় এসে গিয়েছিলেন অমিত শাহ৷

বৃহস্পতিবার দলের নেতাদের সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে৷ সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন শাহ৷ এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে আগে থেকেই নিরাপত্তার কড়াকড়ি হয়েছিল ভারত সেবাশ্রম সঙ্ঘ চত্বরে৷

এদিন নির্ধারিত সময়ে ভারত সেবাশ্রম সঙ্ঘে পৌঁছেই ভিতরে ঢুকে যান শাহ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়-সহ অন্যরা৷ এদিন নিজে হাতে আরতি করেন অমিত শাহ৷

ভারত সেবাশ্রম সঙ্ঘের কর্মসূচি সেরেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে পৌঁছবেন শাহ৷ দুপুরে নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ৷ কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা।

এদিন গঙ্গাসাগরে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দেবেন অমিত শাহ৷ কপ্টারে নামখানা পৌঁছে দলের পরিবর্তন যাত্রার সূচনা করবেন৷ অমিত শাহের এই কর্মসূচি ঘিরে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির ততপরতা তুঙ্গে৷ শাহের কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাকদ্বীপে কর্মী-সমর্থকদের নিয়ে গিয়ে জমায়েত করেছে বিজেপি৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, নামখানা থেকে যে পরিবর্তন যাত্রার সূচনা হবে সেই রথ ডায়মন্ড হারবারের শিরাকোল দিয়ে যাবে৷ এই শিরাকোলেই মাস খানেক আগে সভা করতে আসার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়৷

সেই ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ ঘটনার জল গড়ায় দিল্লি পর্যন্ত৷ রাজ্যের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ তলব করে অমিত শাহের মন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *