কে হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী?

ডেস্ক: আগামী ২রা মে বেরোতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল।
তার আগে থেকেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সামনে আসছে।

কোন রাজনৈতিক দল জিতবে? বাংলায় প্রতিষ্ঠা হবে কোন সরকার? কে হতে চলেছে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী? এসমস্ত প্রশ্ন চলছে সকলের মনে।
এর মধ্যেই রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ঘোষণা করলেন। জেনে নিন কি বললেন তিনি…

কে বসবে বাংলার সিংহাসনে? গতকাল অষ্টম দফায় ভোট শেষের পরই দিলীপ ঘোষ জানান রাজ্যের মুখমন্ত্রী বিজেপি থেকেই পশ্চিমবঙ্গ পাবে। তিনি বলেন, ‘এখন থেকেই ফাইল গায়েব করে দেওয়া হবে। আগুন লাগিয়ে দেওয়া হবে।’ বাংলায় ক্ষমতায় আসছে BJP,দাবি জানান দিলীপ ঘোষ।

অধিকাংশ সমীক্ষা অনুযায়ী, পরিবর্তন নয়, ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। কিন্তু এই ফলাফল মানতে নারাজ দিলীপ ঘোষ।

করোনার জন্য নির্বাচন দায়ী কিনা, তা জানার জন্য পর্যাপ্ত গবেষণার প্রয়োজন রয়েছে, দাবি দিলীপ ঘোষের। তিনি এদিন বলেন, কেউ একজন কি মন্তব্য করল, তা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এসব বলছেন তাঁরা। তিনি আরও বলেন, জঙ্গলমহলে একাধিক সভা হয়েছে। যদি নির্বাচন থেকেই করোনা ছড়াত সেক্ষেত্রে জঙ্গলমহলের একজনও বাঁচত না। সব বিষয়টি হালকাভাবে না নেওয়ার কথা বলেন তিনি।

বাংলার ভবিতব্য মুখমন্ত্রী কে হতে চলেছে এ বিষয়ে নিয়ে মুখ খোলেননি দিলীপ ঘোষ। তিনি বলেন বিজেপি প্রশাসন পুরো লড়াইটা করবে করোনার বিরুদ্ধে। রাজ্য সরকারের আন্তরিকতার জন্য করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক তিক্ততা শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *