ভ্যাকসিন নিলে মিলবে ফ্রী গাঁজার ‘জয়েন্ট’, অফার চলছে আমেরিকায়

ডেস্ক: ঘুষ দেওয়ার প্রথাটা চলে আসছে বহুকাল ধরে। তবে এই ঘুষের ট্রেন্ডকে আরও একধাপ এগিয়ে এনে সেটি লাগু করানো হলো মানুষের জীবন বাঁচাতে। বিষয়টা খোলসা করে বলা যাক, বেশ কয়েকদিন আগে একটি খবর কানে আসে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখানকার জনগণকে ভ্যাকসিন নেওয়ায় জন্য ফ্রীতে বিয়ার খাওয়ানোর অফার চালু করে। যেখানে ভ্যাকসিন নিলেই মিলবে ফ্রী বিয়ার।

এবারে তা আরও একধাপ এগিয়ে বিয়ার এর জায়গাতে প্রস্তাবে রাখা হয় মারিজুয়ানার। টিকাকরণের গতি কমিয়ে দেওয়া যাবে না। তাই কোনভাবেই যাতে টিকা নেওয়া নিয়ে কেউ বিরত না থাকে তাই একের পর এক ঘোষণা করেছেন ওয়াশিংটন প্রশাসন। সুতরাং কোরোনার ভ্যাকসিন নিলে মিলবেই প্রি রোলড জয়েন্ট। আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যে গাঁজা বৈধ। এবং সেই রকমই একটি রাজ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ওয়াশিংটনে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের 54% নিয়েছেন কোরোনা টিকা। তাই এই টিকাকরণের গতিকে বাড়ানোর জন্য একের পর এক টোপ ফেলছে স্থানীয় প্রশাসন। এছাড়াও ক্যালিফোর্নিয়া ও ওহিওতে ভ্যাকসিন অনীহা কাটাতে কলেজ স্কলার্শিপ ও লটারির ঘোষণা করেছে সেখানের সরকার। মদ, গাঁজা, লটারি, স্কলার্শিপ ছাড়াও খেলার ফ্রী টিকিট ও ফ্রী বিমান টিকিট ও সামিল হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *