টিটাগড়ে শতাধিক কুষ্ঠ রোগীদের টিকাকরণের উদ্যোগে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী

ডেস্ক: ভুয়ো টিকা ও টিকার আকালের আলোড়নে নাস্তানাবুদ রাজ্যবাসী। আর এই সমস্ত পরিস্থিতির মধ্যেই কিছু এমন খবর কানে আসে যা মন ভালো করিয়ে দেয়। ব্যারাকপুর তৃণমূল বিধায়ক চক্রবর্তী নিজ উদ্যোগে বৃহস্পতিবার টিটাগড়ের গান্ধীজী প্রেম দিবসেই কুষ্ঠ রোগীদের জন্য কোভিড টিকা ক্যাম্প এর আয়োজন করলেন।

এদিন প্রায় 335 জনের মতো কুষ্ঠ রোগীদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। ব্যারাকপুর বি এন বোস হাসপাতাল ও টিটাগড় পুরসভার যৌথ উদ্যোগে এই ক্যাম্পটি করা হয়েছিল। টিকাকরণ ক্যাম্পে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক রাজ চক্রবর্তী।

এদিকে রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বুলেটিন অনুযায়ী গত মঙ্গলবার জেলায় আক্রান্তের সংখ্যা 42 জন। শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 91 জন। এবং শেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 106 জন। মৃত্যুর সংখ্যা 1 থেকে 2 জনের।

টিকাক্যাম্পে রাজ চক্রবর্তী নিজের বক্তৃতায় বলেন, “ব্যারাকপুর বিধানসভা এলাকায় অর্থাৎ টিটাগড় এবং ব্যারাকপুর পৌরসভা মিলিয়ে 50% টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার 100% কুষ্ঠ রোগীকে টিকা দেয়া হলো।” জেলাশাসক সুমিত গুপ্ত জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। আসন্ন তৃতীয় ঢেউ কিভাবে প্রতিরোধ করা যায় তারও পরিকল্পনা নেওয়া হচ্ছে। টিকা পেয়েই কুষ্ঠ রোগীরা জানিয়েছেন এত সহজেই টিকা যে তারা পাবেন তা ভাবেনি। অতন্ত খুশি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *