করোনায় আক্রান্ত তৃণমূল বিধায়ক মারা গেলেন

ডেস্ক: পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমরেশ দাস আজ সকালে করোনার ভাইরাসের কারণে মারা গেছেন. সমরেশ দাশের মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. সমরেশ দাস (76) পূর্ব মেদিনীপুর জেলার ইগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন. পূর্ব মেদিনীপুরের একটি হাসপাতালে তিনি মারা যান.

আগ্রার তিনবারের বিধায়ক দাসের হার্ট ও কিডনিতে সমস্যা ছিল. জুনে তৃণমূলের আরেক বিধায়ক তমোনশ ঘোষও পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে করোনার কারণে মারা গিয়েছিলেন.

এটি পড়ুন: খিদিরপুরে বাজি ফাটিয়ে বিজেপির শোভাযাত্রা

তৃণমূলের কাউন্সিলর সুভাষ বোসও এই মাসের শুরুতে করোনার ভাইরাসে মারা গিয়েছিলেন. কোভিড -১৯-এর বিপক্ষে 12 দিনের লড়াইয়ের পরে সুভাষ বোস প্রাণ হারান. পশ্চিমবঙ্গে করোনার ভাইরাসের ১.১16 লক্ষেরও বেশি কেস রয়েছে এবং ২,৪৮২ জন মারা গেছে. রাজ্যে গত 24 ঘন্টার মধ্যে 3,066 করোনার ভাইরাস এবং 51 জনের মৃত্যু হয়েছে.

এই মাসের শুরুতে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা শ্যামল চক্রবর্তী কলকাতার একটি হাসপাতালে মারা যান. করোনার ভাইরাসের চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *