মানিকতলা থানায় মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR করেছে তৃণমূল কংগ্রেস

ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২১৩ আসন নিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন
করে তৃণমূল সরকার। অন্যদিকে বিজেপি থেমে যায়৭৭ আসনেই।

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে তৈরী হয় অচাঞ্চল্যকর পরিস্থিতি এবং পোস্ট-পোল ভায়োলেন্স এর শিকার হয়েছে অনেকেই। এবার তৃণমূল কংগ্রেস অভিযোগ জানায় যে বিজেপির নেতাদের কিছু অসংগত বক্তৃতার জন্য বাংলায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই কারণে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভোট প্রচারক মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় FIR জমা করে টিএমসি।

সূত্রে জানা, দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারের সময় বেশ কিছু জায়গায় গিয়ে পোস্ট-পোল ভায়োলেন্স এর ইঙ্গিত দিয়েছিলেন।
“বদল নয়, বদলা চাই। রগড়ে দেবো। ভোটের পর আমরা মারবো, ওরা গুনবে” ইত্যাদি বক্তৃতা তিনি রেখেছিলেন। রাজ্যের এই রকম অশান্তিকর পরিবেশ তৈরী হওয়ার অন্যতম কারণ দিলীপ ঘোষের এই এই রূপ মন্তব্য দায়ী বলে জানান মমতা ব্যানার্জী। তিনি ও জানান যে সব জায়গাতে বিজেপি জিতেছে সেখানে টিএমসি কর্মীদের ওপর ও অত্যাচার করা হয়।

এই সব কারণে যুব তৃনমূলের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল মানিকতলা থানায় দিলীপ ঘোষ এবং মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে FIR করেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল ঘোষণা করেন যে পোস্ট-পোল ভায়োলেন্স এ যাদের মৃত্যু হয়েছে তাদের ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *