যুব সংগঠন ‘একতা সেবাশক্তি’ নিজ প্রচেষ্টায় খাবার তুলে দিচ্ছে ক্ষুধার্তদের মুখে

ডেস্ক: গত বছর থেকে মহামারীর কারণে বন্দিদশা চলছে দেশের। কলকারখানা বন্ধ হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য ফলে কাজ কারবার হারাতে হয়েছে বহু মানুষকে।

এগুলো পরিস্থিতি গেছে যখন দেশের পরিযায়ী শ্রমিকরা শহর থেকে পায়ে হেঁটে ফিরেছে তাদের গ্রামে। দেশের শতাধিক দরিদ্র মানুষ প্রাণ হারিয়েছে খিদের জ্বালায়। এক বেলা খাওয়া হয়ে উঠেছিল তাদের কাছে দুষ্কর।

সরকারের সেদিকে নজর না গেলেও বহু বেসরকারি প্রতিষ্ঠান তাদের পাশে থাকার চেষ্টা করেছে প্রতি মুহূর্তে। NGO (Non-Governmental Organisation) গুলি ত্রাণ তহবিল তৈরি করে খাবার, ওষুধ, অক্সিজেন, জামাকাপড় ও মানুষের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয় বহু জায়গায়।

আমাদের দেশের যুবক সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের এমন পরিস্থিতিতে। যেখানে যুবসমাজ একত্রিত হয়ে দায়িত্ব পালন করছে দেশের প্রতি দেশের মানুষের প্রতি।
হাওড়া জেলার সালকিয়াতে তেমনই এক যুব সমাজ সংগঠন গড়ে ওঠে যার নাম ‘একতা সেবাশক্তি’

সক্রিয় 15 জন যুবক যুবতী রা মিলে এই সংগঠন 2014 সালে গড়ে তোলে। তারপর থেকেই স্বল্প বিস্তর সমাজসেবামূলক কার্য তারা করে আসছে। কিন্তু গত বছর থেকে লকডাউন হওয়ার পর থেকেই তারা প্রতিদিন ই প্রায় 4 শতাধিক ক্ষুদার্থ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে।

একতা সেবাশক্তি সংগঠনের সভাপতি ও মুখ্যসচিব ‘ভিকি যাদব’ ও ‘অনু নেওয়াতিয়া’ -র সাথে কথা বলে জানা যায় , তাদের এই সেবামূলক কাজ 7 বছর অতিক্রম করে। এবং গত বছর লকডাউন থেকে তারা সক্রিয়ভাবে এই কর্মে নিজেদের নিয়োজিত করেন। যেখানে তারা প্রতিদিন 400 থেকে 500 জন ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার পৌঁছে দিচ্ছেন। তারা এটাও জানান স্থানীয় বাসিন্দারা তাদের সমর্থন করে এগিয়ে আসছেন খাদ্যসামগ্রীতে। এবং তাদের আগামী দিনের ইচ্ছা ভবিষ্যতে তারা নিজেদের টিম কে বাড়িয়ে আরো বেশি মানুষদের খাওয়ানোর ব্যবস্থা শুরু করবেন।

দলের সদস্যরাই নিজেদের সাধ্যমত ত্রাণ দিয়ে জায়গায় জায়গায় চালাচ্ছে ফুড ডিস্ট্রিবিউশন। গতকাল অর্থাৎ শুক্রবার তারা হাওড়া সালকিয়ার উড়িয়াপারা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত দরিদ্র মানুষদের খাদ্য দান করে নিজেদের কর্মকার্য চালান। এবং আগামী দিনেও এরকম ভাবেই মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন ‘একতা সেবাশক্তি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *