তৃতীয় ঢেউয়ের হাত থেকে শিশুদের রক্ষা করতে আগাম পদক্ষেপ রাজ্য সরকারের

ডেস্ক: তৃতীয় ঢেউ এর প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে অভূতপূর্ব উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। যেখানে তৃতীয় ঢেউ আসার আগেই শিশু ও মায়েদের জন্য 10 হাজার জেনারেল বেড প্রস্তুত করেছে রাজ্য সরকার।

প্রতিটি জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী জুলাই মাসের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও দৃঢ় করার জন্য। শিশুদের এনআইসিইউ, এসএনসিইউ এবং এইচডিইউ। কোরোনা আক্রান্ত শিশুদের সাথে ব্যবস্থা করে দিচ্ছে তাদের মায়েদের ও থাকার জন্য।

বিশেষজ্ঞদের মতে কোরোনার প্রথম দুই ঢেউয়ে তুলনায় তৃতীয় ঢেউয়ে শিশুদের বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। মমতা বন্দ্যোপধ্যায় খুবই দ্রুততার সাথে তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন।

ইতিমধ্যে দেশের বহু রাজ্যে কোরোনার তৃতীয় ঢেউ এর ভয়াবহতা নজরে এসেছে, যেখানে বহু শিশু আক্রান্ত হচ্ছে। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও গুজরাটের মত রাজ্যগুলোতে আরও একবার মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে। প্রাণ হারাচ্ছে বহু শিশু।

বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটছে না তৃতীয় ঢেউয়ে ভয়াবহতার ভাবনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *