বাগবাজারে মৃত ব্যক্তির কঙ্কালসার দেহ আগলে বসে ব্যক্তির স্ত্রী ও মেয়ে, রবিনসন স্ট্রীট ঘটনার পুনরাবৃত্তি

ডেস্ক: রবিনসন স্ট্রীট ঘটনার পুনরাবৃত্তি। ঠিক একই রকম কাণ্ড। এক ব্যক্তির পচা-গলা দেহ প্রায় মাস খানেক আগলে বসেছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। ঘটনাটি বাগবাজারের চক্ররেল সংলগ্ন এলাকার। ক্ষীরোদ মঞ্জিল নামক এক বাড়ি থেকে উদ্ধার হয় বছর 70 এর দ্বিগবিজয় বোসের পচা গলা মৃতদেহ।

স্থানীয় ব্যক্তিরা জানান, বাড়ি থেকে সচরাচর বৃদ্ধই বেরোতেন। দ্বিগবিজয় বাবুকেই দেখা যেত দোকান বাজার করতে। কিন্তু বেশ কিছুদিন তাকে বাড়ি থেকে বেরোতে দেখা যাচ্ছিল না। প্রথমে স্থানীয়রা ভেবেছিলেন হয়তো তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন ফলে বেরোচ্ছেন না। তাই বিষয়টির ওপর সেরম গুরুত্ব দেননি প্রতিবেশীরা। কিন্তু তারপরও বেশ কয়েকদিন কার কেটে যাওয়ার পরেও না দেখা গিয়েছিল বৃদ্ধটির না তার স্ত্রী ও মেয়ের।

তবে প্রতিবেশীদের কাছে এই বিষয়টির সন্দেহজনক হতে থাকে যখন তারা মঙ্গলবার সকাল থেকে একটি পচা গন্ধ পেতে থাকেন। তারা বুঝে উঠতে পারছিল না কোথা থেকে গোটা পাড়ায় এরকম গন্ধ ছড়াচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ পর বুঝতে পারে এই গন্ধের উৎস ক্ষীরোদ মঞ্জিল থেকে। অর্থাৎ দ্বিগবিজয় বোসের বাড়ি থেকেই আসছিল পচা গন্ধ টি। বিষয়টি বুঝতে দেরী হয়না প্রতিবেশীদের। তৎক্ষণাৎ ই তারা লালবাজার থানায় খবর দেন।

পুলিশ গিয়ে দেখেন বাড়ির ভেতর খাটের ওপর পড়ে রয়েছে দ্বিগবিজয় এর কঙ্কালসার দেহ। পচন ধরেছে গোটা শরীরে। পাশেই বসে রয়েছেন তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও মেয়ে।

প্রতিবেশীদের অনুমান, মাস খানেক আগেই মারা যান বৃদ্ধটি। সংসারের হাল তিনিই ধরে এসেছেন বরাবর। তারই এই আকস্মিক মৃত্যুতে মানসিক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে তার স্ত্রী ও মেয়ে। পুলিশ দেহ উদ্ধারে গেলে স্ত্রীর দাবি, স্বামী জীবিত। অনেক বোঝানোর পর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *