কঠিন প্রশ্নের মুখে পড়তে পারেন প্রধানমন্ত্রী, এ কথাই আঁচ করে অধিবেশনের পূর্বে কি বললেন বিরোধীদের তিনি?

ডেস্ক: নতুন সপ্তাহের প্রথম দিনেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। বিরোধী দল গুলি তৎপর হয়ে রয়েছে কেন্দ্রের দিকে কঠিন প্রশ্ন ছুঁড়ে দেওয়ার জন্য। এবং সেই পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী আঁচ করে বক্তব্যে বলেন, “সরকারকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। আমি সব সাংসদদের বলছি আপনারা অবশ্যই সবথেকে কঠিন আর তীক্ষ্ণ প্রশ্ন করুন। কিন্তু সরকারকে সুশৃঙ্খল পরিবেশে উত্তর দেওয়ার সুযোগ করে দিন।” প্রধানমন্ত্রীর মতে, এভাবেই মানুষের বিশ্বাস ধরে রাখা সম্ভব হবে এবং গণতন্ত্র সুরক্ষিত হবে।

এবং অধিবেশনটি আগামী 11 ই আগস্ট পর্যন্ত চলবে। সূত্রে খবর, 25 শে জুলাই দিল্লি পৌঁছাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী 30 শে জুলাই পর্যন্ত দিল্লিতে থাকবেন তিনি। বাংলার মসনদে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখলের পর এই প্রথম তিনি দিল্লি যাচ্ছেন। যদিও চলতি মাসের শেষের দিকে তার যাওয়ার কথা ছিল। সেখানে পৌঁছে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

অন্যদিকে পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের প্রতিবাদে সাইকেলে করে যাওয়ার সিন্ধন্ত নিয়েছেন তৃণমূল সাংসদরা। সাথেই এই অধিবেশনে কি কি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করবে তা ও লিপিবদ্ধ করে নিয়েছে তারা। সূত্রে জানায় যায়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কোভিড পরিস্থিতি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বেসরকারিকরণ এবং রাজ্যের প্রতিটি বিষয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের মতো বিষয়েও আলোচনার দাবী তুলবেন তৃণমূল সাংসদরা।

সর্বদলীয় বৈঠকের আগে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যাতে তিনি লিখেন, “অধিবেশনে প্রতিটি বিষয়ই খতিয়ে দেখা হয়, জোর করে চাপিয়ে দেওয়া না হয়।”

দেশের মহামারীর পরিস্থিতির কথা এই অধিবেশনের অন্তর্ভুক্ত হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি অনুরোধ করেছেন, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল 8 টের সময় যাতে সব সাংসদ সংসদে উপস্থিত থাকেন।

সংসদ অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি অত্যন্ত কম সময়ের জন্য হাজির ছিলেন এমনটাই জানান বিরোধী দল রা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান মাত্র 9 মিনিটের জন্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তার মধ্যে তিন মিনিট অন্যদের কথা শুনেছেন এবং চার মিনিট নিজের বক্তৃতা দিয়েছেন। দুমিনিট ছবি তোলার সুযোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন ডেরেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *