এক লাফে হাজারের কোটায়, আবারও বাড়লো রান্নার গ্যাসের দাম

ডেস্ক: পেট্রো পণ্য ও গ্যাসের লাগাতার বেড়ে চলা দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। গত মাসেই 25 টাকা বেড়েছিল LPG গ্যাসের দাম। নতুন মাসের শুরুতেই আবার বাড়লো 25 টাকা। তবে দিল্লি, মুম্বাইয়ের থেকেও কলকাতায় গ্যাসের দাম অনেকটাই বেশি। 25 টাকা বাড়ায় মুম্বাই ও দিল্লিতে যেখানে গ্যাসের দাম 884.50 টাকা এবং। সেখানে কলকাতায় 14.2 কেজি LPG সিলিন্ডারের দাম 911 টাকা।

তবে চেন্নাইয়ে যেখানে আগে দাম ছিল 875.50 টাকা সেখানে বর্তমানে 900.50 টাকা খরচ হবে গ্যাস কিনতে। একই সঙ্গে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে বেড়েছে 75 টাকা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত 190 টাকা বেড়েছে গ্যাসের দামে।

The price of cooking gas went up again

2014 সালে যেখানে LPG সিলিন্ডারের দাম ছিল 810.50 টাকা, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 911 টাকায়। বিগত সাত বছর ধরে ক্রমশ বেড়ে চলেছে গ্যাসের দাম।

কেন্দ্র থেকে যে পরিমাণ মূল্য গ্যাসে বৃদ্ধি হয় তার ওপর রাজ্যভিত্তিক কর ও বসে। ফলে দাম আরো কিছুটা বেড়ে যায়। তবে কেন্দ্রের তরফ থেকে গৃহস্থ বাড়িগুলির জন্য সাবসিডি বা ভর্তুকি দেওয়া হয়। প্রতি বছর বাড়িটি গ্যাস তুলে সেই ভর্তুকি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *