আগামী 15ই জুন পর্যন্ত চলবে রাজ্যে আংশিক লকডাউন, জেনে নিন বিধিনিষেধ গুলি

ডেস্ক: আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠকে আগামী দিনে চলা বিধিনিষেধ গুলি সম্বন্ধে জানান।

গত 30 এপ্রিল থেকে 15 ই মে পর্যন্ত রাজ্যে চলা আংশিক লকডাউন ছিল কিছু বিধিনিষেধের মধ্যে। কিন্তু গত 16 ই মে থেকে আগামী 31 শে মে পর্যন্ত জারি করা হয়েছিল পূর্ণ লকডাউন।

যেখানে মিষ্টির দোকান বাদে বাকি সমস্ত কিছুই খোলা ছিল নির্দিষ্ট সময়নুসারে।

মুদির দোকান, বাজার সামগ্রিক খোলা ছিল সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত। বন্ধ ছিল যানবাহন চলাচল এবং অফিস কলকারখানা।

পূর্ণ লকডাউন থাকার ফলে দিনমজুররা বিপদের সম্মুখীন হয় তাদের খাওয়া-দাওয়া ও রোজকার জীবনে ব্যাঘাত ঘটে।

আজ নবান্নের এক মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান 31 শে মে পর থেকে উঠে যাবে পূর্ণ লকডাউন । কিন্তু আগামী 15 ই জুন পর্যন্ত রাজ্যে কিছু বিধিনিষেধ জারি করা হবে। যে বিধিনিষেধ মেনে রাজ্যবাসীকে নিয়ম মত জীবন যাপন করতে হবে।

আগামী 15 ই জুন পর্যন্ত চলা আংশিক লকডাউনে বিধিনিষেধ গুলি হল

 

1. রাত্রি নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সমস্ত কিছু বন্ধ থাকবে।

2. সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত বাজার হাট মুদির দোকান মাছের দোকান সবজির দোকান খোলা থাকবে।

3. সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে।

4. জুট মিল কারখানা গুলিতে 30 % থেকে বাড়িয়ে 40% শ্রমিকদের উপস্থিত থাকার অনুমতি দেয়া হয়েছে।

5. সোনার দোকান ও শাড়ির দোকান গুলো বেলা 12 টা পর্যন্ত খোলা থাকবে।

মাননীয়া আরও জানান রাজ্যে কোরোনা র সংক্রমণ তুলনামূলকভাবে কমে এসেছে তাই অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *