অভিনব পন্থা নিয়ে প্রতিবাদে নামলেন বাস মালিকরা, পোস্টার নিয়ে বসে পড়লেন রাস্তায়

ডেস্ক: গত বছর থেকে লকডাউন এর কারণে ব্যাপক ঘাটতি পোহাতে হচ্ছে পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিদের। গাড়িচালকদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে সংসার চালাবে। যেহেতু নির্দিষ্ট কোনো মাইনে তাদের বাধা দেয় তাই দিন আনা দিন খাওয়া মানুষরা হচ্ছে ঝুঁকির সম্মুখীন।

গতবছর লকডাউন এর কারণে সমস্ত পরিবহন পরিষেবা বন্ধ করে দেওয়ার পর আবার যখন পুনরায় চালু করা হয় তখন থেকেই বাস ও অটোর ভাড়া দ্বিগুণ হতে থাকে।

এ বছরও কোরোনার দ্বিতীয় প্রবাহের কারণে ফের একবার স্থগিত রাখা হয়েছে পরিবহন ব্যবস্থা। তার সাথে হু হু করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। বেঁচে থাকা দায় হয়ে পড়েছে বাস মালিকদের জন্য। আর্থিক সংকটের মুখে বাস মালিকরা।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রতিবাদ করার উদ্দেশ্যে পোস্টার নিয়ে পথে বসে পড়েছেন তারা। পোস্টারে লেখা “দিদি আমাদের বাঁচান”। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে বাস মালিক সংগঠনের কর্তারা এই পথ বেছে নিলেন।

সংগঠনের কর্তা প্রদীপ নারায়ণ বসু বলেন, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কিছু করার নেই। সমস্ত কিছু ছেড়ে দিয়েছি মুখ্যমন্ত্রীর উপরে। তিনি যা সিদ্ধান্ত নেবে তাই হবে”।

তিনি আরো বললেন, ভাড়া বাড়ানো বা অন্য কোনো দাবি তারা জানাবেন না। তবে মুখ্যমন্ত্রীকে তাদের কথা শুনতে হবে। তাতে কাজ না হলে 16 তারিখের পর রাজ্যে বিধিনিষেধ শেষ হওয়ার পর ও বাস চালাবেন না তারা।

মূলত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার জন্যই আর্জি জানিয়েছেন তারা। পেট্রোল ও ডিজেলের যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে বাস পরিষেবা সচল রাখা কোনভাবেই সম্ভব না।

তারা দাবি করে, এর আগেও বহুবার নবান্নে চিঠি পাঠান তারা কিন্তু। তার কোনো উত্তর এখনো পর্যন্ত মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *