আলাপনের প্রধান উপদেষ্টার খবরটি মেনে নিতে পারেননি শুভেন্দু, বিক্ষোভ জানায় টুইটারে

ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী নিজের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করার পর অনেকেই সেটা নিয়ে বিভিন্ন মতবাদ জারি হয়েছে। তারই মধ্যে তৃণমূলের প্রাক্তন নেতা ও বিজেপির বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি কে কটাক্ষ করে টুইট করে।

যেখানে তিনি লিখেছেন, অবসরের পরেও মাসে আড়াই লক্ষ টাকা আলাপন বন্দ্যোপাধ্যায় কে বেতন দিয়ে করদাতাদের টাকা লুট করা হচ্ছে।

এই প্রথম রাজ্যে কোন নেতাকে আলাপন বন্দ্যোপাধ্যায় কে ঘিরে যে পর্ব তৈরি হয়েছে তার সমালোচনা করতে দেখা যায়।

আজ মঙ্গলবার বেলা থেকে পরপর তিনটি টুইট করে শুভেন্দু অধিকারী।
যেখানে তিনি বলেছেন পশ্চিমবঙ্গে কৌতুক নাটক চলছে। অহংকারের জন্য মুখ্যসচিবের শৃঙ্খলা ভঙ্গ কে আড়াল করে মুখ্যমন্ত্রীর দফতর ও সাংবিধানকে অসম্মান করছেন (non-MLA) দিদি। মাসে 2.5 লক্ষ টাকা বেতন দিয়ে তাকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। করদাতাদের কঠোর উপযুক্ত অর্থ ব্যয় করার থেকে ভালো উপায় আর কিছু আছে বলে জানা নেই।

তবে এটা স্পষ্ট আলাপন বন্দ্যোপাধ্যায় কে প্রধান উপদেষ্টা হিসাবে মুখ্যমন্ত্রী নিযুক্ত করা মোটেই পছন্দ হয়নি শুভেন্দুর। যার ক্ষোভ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। তবে এই পোষ্টের রি-টুইট করে বহু নেটিজেনরা নিন্দা করেন শুভেন্দুর।

আবার অন্যদিকে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় একটি টুইট করেন যাতে তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুন্ডায় রিভিউ বৈঠক বয়কট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল টুইটারে লেখেন, “গত 27 শে মে রাত 11 টা 16 টে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় একটি মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরী। মুখ্যমন্ত্রী তাকে ইঙ্গিত দিয়েছিলেন ওই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি বৈঠক বয়কট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *