মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জিতে, বিধানসভায় 64 পাতার চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

ডেস্ক: সম্প্রতি মুকুল রায়ের দল পরিবর্তন করা নিয়ে বহু বিতর্ক উঠেছে। যেখানে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচন যেতে বিধায়ক হওয়ার পর যখন তিনি তৃণমূলে ফিরে যায় তখন ও তার পদ অক্ষুণ্ণ থাকে।
এবং খুব স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে বিষন্ন হয় যান শুভেন্দু অধিকারী।

সুতরাং বারবার আসন ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলেছেন তিনি মুকুল রায় কে। এবং বলাই বাহুল্য যে সেই হুমকির তোয়াক্কা করছেন না এদিকে মুকুলবাবু। তাই এবারে শুভেন্দু আরও একধাপ এগিয়ে বিধানসভায় 64 পাতার চিঠি জমা দিতে দৌড়ান। কিন্তু সেখানে গিয়েও ফিরে আসতে হয় শুভেন্দু কে।

ফলে শুক্রবার বেলা 12টা নাগাদ আবার সেই চিঠি জমা দিলেন তিনি বিধানসভার অধ্যক্ষের দফতরে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে চিঠি জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। কিন্তু কি এমন লেখা আছে এই 64 পাতার চিঠিতে? এই নিয়ে কানাঘুষো চলছে রাজনৈতীক মহলে।

বিধায়ক পদ ছাড়ার জন্য প্রায় 24 ঘন্টার সময় মুকুল রায় কে বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার 3দিন কেটে গেলেও পদত্যাগ করেনি মুকুল রায়। এমনকি দলত্যাগ আইন প্রয়োগের হুঁশিয়ারি ও দেওয়া হয় তাকে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি দেখে বিধানসভায় চিঠি নিয়ে উপস্থিত হন তিনি।

কিন্তু বিধানসভায় যাওয়াটা শুভেন্দু বাবুর কিছু অংশে ব্যর্থ হয়। কারণ তিনি যে সময় বিধানসভা যান তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন না সুতরাং তার হাতে চিঠি তুলে দেওয়া সম্ভব হয়নি। সাধারণ অধ্যক্ষ উপস্থিত না থাকলে রিসিভিং বিভাগের কোনো কর্মী চিঠি গ্রহণ করেন।