লক্ষ্য চব্বিশের লোকসভা! বিজেপি বিরোধী জোট বাঁধতে দুই বছরের মাথায় বৈঠকে একসাথে সোনিয়া-মমতা

ডেস্ক: লক্ষ্য 2024। লোকসভার ভোট যুদ্ধে নিজের আধিপত্য কায়েম করতে একের পর এক পন্থা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশজুড়ে মোদির অন্যতম বিরোধী মুখপাত্র হিসাবে পরিচিত হয়ে উঠছেন তিনি। তাই এবার চব্বিশের ভোটযুদ্ধের আগে পায়ের জমি শক্ত করতে দিল্লিতে গিয়ে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রসঙ্গত জানিয়ে রাখি 2018 সালের 1 লা আগস্টে শেষ সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মধ্যে। সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও। 2019 এর লোকসভা নির্বাচনের আগে কলকাতা ব্রিগেড জনসভায় আমন্ত্রণ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন 10 জনপথে।

সূত্র অনুযায়ী বৈঠকে উপস্থিত রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “আমরা একটা কালেক্টেড ফ্যামিলি” । ঐদিনের বৈঠকের পর এই ব্রিগেড সভায় কংগ্রেস প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে। ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে এনআরসি বিরুদ্ধে আন্দোলনের কথাও বলেছিলেন।

আর ঠিক সেই বৈঠকের প্রায় দু বছরের মাথায় 10 জনপথে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গতকালই তিনি দেখা করেছেন কংগ্রেস বর্ষিয়ান নেতা কমলনাথ, আনন্দ শর্মা এবং অভিষেক মনু সিঙ্ভি সাথে। তবে বিজেপি বিরোধী দুই দলের সুপ্রিমো দের মধ্যে এই বৈঠক চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বিজেপি মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *