পর্নোগ্রাফি সিনেমা তৈরি করার অভিযোগে গ্রেফতার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

ডেস্ক: গ্রেফতার হন শিল্পা শেট্টি র স্বামী রাজ কুন্দ্রা। সোমবার রাতে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।তার বিরুদ্ধে পর্নোগ্রাফি তৈরি করে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে প্রকাশ করার অভিযোগ ওঠে। রাজ কুন্দ্রা একজন খ্যাতিশীল ব্যবসায়ী।

মুম্বাই পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ফেব্রয়ারি মাসে ক্রাইম ব্রাঞ্চে একটি মামলা দায়ের হয়েছিল। এবং সেই মামলার ই পর্যবেক্ষণের মাধ্যমে জানা গিয়েছে পর্নোগ্রাফি রেকেট এর সাথে যুক্ত রাজ্য কুন্দ্রা। পর্যাপ্ত প্রমাণ পাওয়া মাত্রই গ্রেফতার করা হয় তাকে। এখনো পর্যন্ত তদন্ত জারি রেখেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে।

রাজ কুন্দ্রা

প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মুম্বাই পুলিশের একটি টিম মুম্বাইয়ের মধ এর গ্রিনপার্ক বাংলো তে হানা দিয়েছিল। তাদের কাছে তথ্য ছিল সেখানে পর্নোগ্রাফি র শুটিং চলছে। সেখানে পৌছানোর পর পুলিশ জানতে পারে খবরটি সত্যি। গ্রেফতার করে 5জন ধৃত কে। এবং একটি মেয়ে কেও উদ্ধার করে।

তবে এমন সমস্যার মুখে প্রথম পড়েননি রাজ কুন্দ্রা। এর আগেও 2012 সালে আইপিএল এ স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তার ওপর।

রাজ কুন্দ্রার গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পরই সাগরিকা সোনা সুমন নামক এক মডেলের একটি ভিডিও সামনে আসে যেখানে সে রাজের ওপর বিস্ফোরক অভিযোগ তোলে, যেখানে তিনি বলেন যে বিগত 3-4 বছর ধরে সে বলিউডের সাথে যুক্ত। তবে তিনি সেইরকম কাজ করেননি।

তার কথায়, “লকডাউনে এমন কিছু বিষয় ঘটেছে যা আমি শেয়ার করতে চাইছি, 2020 র অগাস্ট মাসে উমেশ কামাত এর ফোন কল এসেছিল আমার কাছে, তিনি আমাকে একটি ওয়েব সিরিজ করার প্রস্তাব দিয়েছিলেন যার প্রযোজক ছিলেন রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রার সম্বন্ধে জিজ্ঞাসা করতে তিনি বলেন রাজ কুন্দ্রা শিল্পা শেট্টির স্বামী।”

তিনি আরও বলেন, তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি (ওয়েব সিরিজ) যোগ দিই তবে আমি একের পর এক কাজ পেতে থাকবো। এবং অনেক উঁচুতে পৌঁছাতে পারবো। তাই আমি রাজি হই এবং তার পরে তিনি আমাকে অডিশন দেওয়ার জন্য বলেন। আমি তাকে বলেছিলাম এই কোভিড পরিস্থিতিতে আমি কিভাবে অডিশন দেব। তিনি বলেন আপনি ভিডিও কলের মাধ্যমে অডিশন দিতে পারেন। জনি ভিডিও কলে জয়েন করি তখন তিনি বলেন যে আমাকে নগ্ন হয়ে অডিশন দিতে হবে। আমি অবাক হই এবং অসম্মতি জানাই। ভিডিও কলে তিনজন ছিলেন একজনের মুখ ঢাকা ছিল। এবং আমার মনে হয় তিনি রাজ কুন্দ্রা ছিলেন। আমি মনে করি যে যদি তিনি এই জাতীয় জিনিসের সঙ্গে জড়িত থাকেন তবে তাকে গ্রেফতার করা হোক এবং এ ধরনের রেকেট যেন এক্সপোজ করা হয়।

এ বিষয়ে শিল্পা শেট্টি এখনো কোনো রকম মন্তব্য করেননি। বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিবারকে নিয়ে অন্তরালে রয়েছেন তিনি। মিডিয়ার সাথে যা কথা বলার বলবে তার আইনজীবী।

সোমবার রাত্রে রাজ কুন্দ্রা কে পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নেরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রায়ান থারপ কে। তাকেও রাখা হবে পুলিশি হেফাজতে। গ্রেফতারের পর মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগ্রাল বলেন, 2021 সালে ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চে রাজের বিরুদ্ধে পর্ন ফিল্ম তৈরি এবং কয়েকটি অ্যাপের মাধ্যমে প্রকাশের বিষয়ে এক মামলা দায়ের করা হয়েছিল। আমরা 19-07-2021 তারিখে এই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *