পেট্রোল মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রোল পাম্পে বিক্ষোভ

মহিষাদল. গত কয়েক মাস ধরে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে সাধারন মানুষ ভীষণ সমস্যা পড়েছেন। সাধারন মানুষের কথা মাথায় রেখে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল ও অবস্থানের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েকদিন ধরে তৃণমূলে মাদার ও মহিলা সংগঠন কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহন করে। রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে মঙ্গলবার মহিষাদল ব্লকের বিভিন্ন পেট্রোল পাম্পে বিক্ষোভ প্রদর্শন করে মহিষাদল রাজ কলেজের ছাত্র পরিষদের পড়ুয়ারা।

তাদের দাবি অবিলম্বে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ অত্যাবশকীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হবে। কেন্দ্র সরকার সেদিকে যদি নজর না দেয় তাহলে আগামীদিন ছাত্র- যুব সকলে একজোট হয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

যেভাবে দিনের পর দিন পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তার ফলে পরিবহন থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ১ টাকা ছাড় ঘোষণা করেছে। মঙ্গলবার থেকে তা কর্যকর হওয়ায় কিছুটা হলেও স্বস্তি সাধারন মানুষ।