রেস্তোরাঁর না চলায় মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেন ‘বাবা কা ধাবা’র মালিক

ডেস্ক: মানসিক অবসাদের কারণে আত্মহত্যার চেষ্টা করেন ‘বাবা কা ধাবা’র মালিক কান্তা প্রসাদ। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে পিসিআরে খবর মেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বৃদ্ধ। তাকে সঙ্গে সঙ্গে ওয়ার্ডে দেখতে গিয়ে জানা যায়, তিনি আর কেউ নয়, নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ‘বাবা কা ধাবা’র মালিক কান্তা প্রসাদ।

কান্তা প্রসাদের স্ত্রী জানান, রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় বিগত কয়েকদিন ধরে অত্যন্ত মনমরা ছিলেন তিনি। সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। বর্তমানে তিনি দিল্লির সফরজদং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বর্তমানে তার বয়স হয়েছে 80 বছর।

গত বছরের অক্টোবর মাসে গৌরব ওয়াসিন নামক এক ইউটিউবারের দৌলতে রাতারাতি বিখ্যাত হয়ে যায় ‘বাবা কা ধাবা’। আসলে বৃদ্ধ ও তার স্ত্রী আর্থিক অনটন লকডাউনের মধ্যে দিয়ে জীবন যাপন করছিলেন। এবং তারই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হলেই, দেশজুড়ে হাজারো মানুষ তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। এমনকি বিভিন্ন বলিউড তারকারাও এসে পৌঁছান তার খাবার স্টলে।

সমস্ত কিছু ঠিকই চলছিল কিন্তু হঠাৎই কান্তা প্রসাদ ইউটিউবার গৌরবের নামে জালিয়াতির অভিযোগ আনেন এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এফআইআরও দায়ের করেন তিনি। তারপরে কান্তা প্রসাদ যে অর্থ সাহায্য পেয়েছিলেন তা দিয়ে গত বছর ডিসেম্বর মাসে একটি রেস্তোরাঁ খোলেন। কিন্তু সেই রেস্তোরাঁ না চলতে পারে রাস্তার ধারে দোকানেই ফিরে আসতে হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *