আরও একবার মূল্যবৃদ্ধি তরল সোনার, ক্রস করলো সেঞ্চুরি

ডেস্ক: মধ্যবিত্তের মাথা ও পকেটের ব্যথা বাড়াতে নতুন নতুন দাম নিয়ে হাজির হল পেট্রোল। 100 টাকা ছুঁলো প্রতি লিটার পেট্রোলের দাম।

যা আজ পর্যন্ত পেট্রোলের দাম বৃদ্ধির রেকর্ড তৈরি করেছে। লাগাতার তরল সোনার দাম বৃদ্ধি হওয়ায় মাথায় হাত পড়ে সাধারণ মানুষের।

দেশের একাধিক রাজ্যে বিধানসভার নির্বাচনের পর থেকে বহুবার দাম বৃদ্ধি হয়েছে পেট্রোল ও ডিজেলের। শনিবার দিল্লি সহ মোট আটটি মেট্রো শহরে দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের।

দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারিত হয়েছে 93 টাকা 94 পয়সা। এবং ডিজিটাল দামে দাঁড়িয়েছে 84 টাকা 90 পয়সা প্রতি লিটার।

অন্যদিকে, মুম্বাইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়ালো বাণিজ্য রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম 100 টাকা 19 পয়সা এবং ডিজেল 92 টাকা 17 পয়সা।

95 টাকা 51 পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারিত হয়েছে চেন্নাইয়ের এবং 89 টাকা 65 পয়সা প্রতি লিটার ডিজেল।

কলকাতায় এবারে দিল্লি থেকে দাম বেশি বৃদ্ধি হয় লিটারপ্রতি পেট্রোলের। যা লিটার প্রতি দাম 93 টাকা 97 পয়সা এবং ডিজেল প্রতি লিটারে 87 টাকা 74 পয়সা।

প্রসঙ্গত জানিয়ে রাখি বিভিন্ন রাজ্যের VAT অর্থাৎ ভ্যালু এডেড টেক্স এর ওপর নির্ভর করে সেই শহরের পেট্রোল-ডিজেলের দাম। তাই বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম ভিন্ন ভিন্ন হয়। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন ও ভারত পেট্রোলিয়াম বিশ্ববাজারে পেট্রোল-ডিজেলের দাম অনুযায়ী দেশের এগুলোর দাম ঠিক করে। নতুন ঠিক হওয়া দাম জারি হয় রোজ সকাল ছয়টা থেকে।

পেট্রোল এবং ডিজেলের অপরিশোধিত তেল থেকে নিষ্কাশিত হয়। যা ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়। এই অপরিশোধিত তেল কে পরিশোধন করে পেট্রোল এবং ডিজেলের পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি পেট্রোল গ্যাসোলিন নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *