বুধবারের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিলেন ওম বিড়লা, বিরোধী সাংসদদের দিলেন কড়া বার্তা

ডেস্ক: বুধবার লোকসভায় যেই লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে আজ সংসদের কড়া বার্তা দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধী সাংসদদের বিক্ষোভ উত্তাল হয়েছে লোকসভায়। আর সেই বিক্ষোভ এই চরম পর্যায়ে পৌঁছেছে বুধবার। যেখানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লক্ষ্য করে কাগজ ছুড়ে কয়েকজন বিরোধী সাংসদ।

গতকালে সাংসদদের আচরণকে অত্যন্ত দুঃখজনক বলে ব্যাখ্যা করেন অধ্যক্ষ। তিনি মনে করিয়ে দেন সাংসদরা কয়েক লক্ষ মানুষদের প্রতিনিধিত্ব করেন। তাই কোন সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো উচিত বলেই উল্লেখ করেন তিনি।

এদিন ওম বিল্লা বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “যদি এই চেয়ার এর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি আমার চেম্বারে আসুন এসে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করুন। চেয়ারে পেপার ছড়ার মতো ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়।” তার কথায় এই আচরণ সাংসদদের নীতির বিরুদ্ধে। এখানে যারা আছেন তারা কয়েক লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন। তাদের অভাব অভিযোগ তুলে ধরেন। তাই সাংসদদের নীতি মেনে চলা ও গৌরব বৃদ্ধি করা তাদের কর্তব্য। সাথে তিনি এও বলেন পরবর্তীকালে এরূপ ঘটনা আরো একবার ঘটলে এবং নিয়মবিধি ভাঙলে, সেই সব সংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এদিন অধ্যক্ষের বক্তব্যের পর সংসদ অধীর চৌধুরী বলেন, “এই চেয়ারের যে মর্যাদা রয়েছে, তা আমরা জানি। আমরা সবাই জানি যে আপনার নেতৃত্বে সংসদে অনেক ইতিবাচক সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু এবার যা ঘটেছে তার জন্য কেন্দ্রীয় সরকারের ঔদ্ধত্যই দায়ী।”

বুধবার লোকসভায় বাদল অধিবেশন চলে আসা বিক্ষোভ চরম আকার নেয়। বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। পেগাসাস ও কৃষি বিল নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা। বারবার মুলতুবি হয়ে যায় অধিবেশন। চূড়ান্ত তখন পৌঁছায় যখন অধ্যক্ষের চেয়ার কে লক্ষ্য করে সাংসদরা ছোঁড়েন কাগজ। কিন্তু এত কিছুর পরেও ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব জারি রাখেন। এরপরই বিজেপির তরফ থেকেই অধ্যক্ষকে আবেদন জানানো হয় বিরোধী দলের সাংসদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হোক। যাদের মধ্যে রয়েছেন মানিকাম ঠাকুর, হিবি ইডেন, এস জোথিমানি, রবনীত বিট্টু, গুরুজিৎ সিং অজলা, টিএন প্রথাপন, সপ্তাগীরি শংকর, ভি বৈথিলিঙ্গম, এ এম আরিফ ও দীপক বাইজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *