এবারেও মণ্ডপে ‘নো এন্ট্রি’ থাকবে বহাল, হাইকোর্ট জারি করল বেশ কিছু পুজো নির্দেশিকা

ডেস্ক: সংক্রমণ বেশ কিছুটা কমলেও ভয় কাটেনি তৃতীয় ঢেউয়ের। গত বছর থেকে মহামারির কবলে পড়ে বাঙালিদের আনন্দ অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটেছে অবশ্য। কিন্তু সাধারণ মানুষদের কথা ভেবে দারুন আড়ম্বরে না হলেও রাজ্য সরকারের তরফ থেকে দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করা হয়েছিল। তবে লাগু হয়েছিল বেশ কিছু নিয়ম বিধি।

আর মাত্রই দশ দিন বাদেই বাঙালিদের মহোৎসব দুর্গা পূজো। এবছরও রাজ্য সরকারের তরফ থেকে পুজো অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করা হয়। তবে তৃতীয় ঢেউয়ের চিন্তা একেবারেই উড়িয়ে দেয়নি চিকিৎসক মহল। পুজোর পর সংক্রমণের হার বাড়বে বলে জানায় চিকিৎসকেরা। তবে কোরোনা বিধি মেনে চললে সংক্রমন কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে। তাই এবারেও সঠিক বিধি নিষেধ মেনেই হবে দুর্গা পূজো।

'No entry' will be maintained in mandapa again, High Court issues several pujo guidelines

শুক্রবার কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল জানান, এবারে পুজো মণ্ডপে ‘নো এন্ট্রি’ বহাল থাকছে। 2020 তে কলকাতা হাইকোর্ট যেই নির্দেশিকা দিয়েছিল তা মেনেই হবে পুজো। এবং দর্শনার্থীদের সুবিধার্থে ক্লাবগুলিকে পুজো প্যান্ডেল খোলা বানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, অক্টোবরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু বহাল থাকবে। তবে ছাড় দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে। ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। ফলে রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে পারবেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *