মনের ভাব প্রকাশ করতে এবার থেকে ইমোজি না, সরাসরি পাঠাতে পারবেন রিঅ্যাকশন, নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

ডেস্ক: বর্তমানে প্রায় প্রতিমাসেই নিত্য নতুন ফিচার আপডেট করছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি আরও নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপের ম্যাসেজিং এ। ফেসবুক অধিকৃত এই মেসেজিং অ্যাপ এবার মেসেজ রিঅ্যাকশন ফিচার আপডেট করতে চলেছে। মেসেজের মাধ্যমে ইউজারদের কেমন অনুভব হচ্ছে তা রিঅ্যাকশন এর মাধ্যমে ইউজাররা বোঝাতে পারবেন। তাতে কনভারসেশন আরো ইমপ্রুভ হবে এমনটাই ধারণা করা হচ্ছে।

এতদিন হোয়াটসঅ্যাপে কোন ভিডিও বা ছবি দেখে কিংবা অডিও শুনে বা মেসেজ পড়ে সেটি ইমোজি বা স্টিকারের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করতে হতো। সেটা এবার থেকে রিঅ্যাকশনের মাধ্যমে বোঝাতে পারবেন ইউজাররা। আইমেসেজ কিংবা ইনস্টাগ্রাম, টুইটার ও মেসেঞ্জারে এই মেসেজ রিঅ্যাকশনের ফিচারটি রয়েছে। এবং এবারে একই জিনিসই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে।

তবেই এই মেসেজ রিঅ্যাকশন ফিচার শুধু এন্ড্রয়েড ভার্সনই থাকবে না। বরং আইওএস, ডেক্সটপ এবং ওয়েব ভার্সনেও থাকবে।

হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের নতুন ফিচার ‘মেসেজ রিঅ্যাকশন’ টেস্ট করতে শুরু করে দিয়েছে। এবং অন্তর্বর্তী পর্যায় চলছে এই পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু কবে এই নতুন ফিচারের সুবিধা পাবেন ইউজাররা তা অবশ্য জানায়নি হোয়াটসঅ্যাপ সংস্থা। এই ফিচারের সুবিধা পেতে হোয়াটসঅ্যাপের আপডেট ভার্সন ইনস্টল করতে হবে ইউজারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *