পেরিয়ে গেলো একটা বছর… হত্যা নাকি আত্মহত্যা? জেনে নিন কি ছিল সুশান্তের মৃত্যুর পিছনে রহস্য!

ডেস্ক: বছর পেরোতে যায়, আজ সুশান্ত আমাদের মাখখানে নেই। বলিউডের এই প্রতিভাশালী অভিনেতার মৃত্যু রহস্য সমাধান হয়নি এখনো।
সুশান্ত মনে করতেন কাল বলে কিছু নেই, যা আছে সব এখনই, যা করতে হবে তা এখনই করতে হবে।
এই চিন্তা ভাবনা কে অনুসরণ করে সুশান্ত নিজের জীবনে এমন কিছু করে গেছেন যা অনুপ্রাণিত করেছে অনেক ইয়ংস্টার্সদের।

আকস্মিক ভাবে বলিউডের এমন সনামধন্য অভিনেতার মৃত্যু ভাবিয়ে তুলছে অনেককে। যেখানে একদল এর মতামত আউটসাইডার হওয়ার কারণে ব্যাক টু ব্যাক সাইন করা সিনেমা থেকে তাকে বাদ দেওয়ার কারণে তিনি ডিপ্রেশন এ আত্মহত্যা করেন আবার অন্য দিকে বেশ কিছু মানুষ মনে করেন সুশান্তের হত্যা করা হয়। যেখানে তার হত্যার পিছনে অন্যতম কারণ তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

সুশান্তের হত্যা রহস্য উদ্ধার করতে, কেঁচোর খোঁজে কেউটে বেরোয়। যেখানে ড্রাগস মামলায় জড়িত হয় বহু বলিউড অভিনেত্রীরা। কিন্তু দুর্ভাগ্য বশত মৃত্যুর এক বছর পরের আজ তার মৃত্যু কারণ জানা যায়নি।

সূত্রে জানা যায়, ‘হাফ গালফ্রেন্ড’, ‘ফিতুর’, ‘রামলীলা’ ও ‘বেফিরকরে’ র মত বিগ বাজেট মুভি থেকে তাকে বাদ দেওয়া হয়। ঠিক কি কারণে সে বাদ পরে এর কোনো উত্তর পাওয়া যায়নি।

‘পানি’ নামে একটি ইন্টারন্যাশনাল ফিল্মে তাকে প্রথমে কাস্ট করার চিন্তা ভাবনা করা হলেও পরবর্তীকলে প্রযোজকরা এত বড় বাজেটের সিনেমা সুশান্তের সাথে করতে চাননি। ফলে তাকে সিনেমা দিয়ে বাদ দেওয়া হয়। এই সিনেমার পরিচালনায় থাকার কথা ছিল শেখর কাপুর এর।

1940 সালের জলের সমস্যাকে কেন্দ্র করে সিনেমার প্রেক্ষাপট ঘরে উঠতো। সুশান্ত এই সিনেমা নিয়ে বেশ আগ্রহী ছিলেন। তাকে সিনেমা দিয়ে বাদ দেওয়ার কথা জানতে পারায় সে ভেঙে পরে। বর্তমানে সিনেমাটি বানানো নিয়ে কোনো রকম তথ্য পাওয়া যায়নি।

অনেকে মনে করেন বলিউড ইন্ডাস্ট্রি তে অনবরত লেফট আউট অনুভব করা। দর্শকদের সমর্থনের অভাব, ভালো ভালো সিনেমা ফ্লপ হওয়া সমস্ত কিছু তাকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ করেছিল।

সুশান্ত শুধু একজন ভালো অভিনেতাই না, তিনি একজন ভালো ছাত্র ও ছিলেন। দিল্লি ইঞ্জিনিয়ারিং এ এন্টারেন্স পরীক্ষায় অল ইন্ডিয়ায় 7th র‍্যাঙ্ক এ আসেন তিনি। তার ছোটো থেকে ইন্ডিয়ান এয়ার ফোর্সে হওয়ার ইচ্ছা ছিল। এবং জেট প্লেন ওড়ানোর প্র্যাক্টিস ও করছিলেন। আকাশ মহাকাশ ও ফিজিক্স নিয়ে আলাদা প্রেম ছিল তার।

সুশান্ত এর জীবনে সবথেকে হিট সিনেমা এমএস ধোনি। যেখানে তিনি ভারত ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমা বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। এই সিনেমাতে সুশান্তের অলটাইম এর বেস্ট পারফরম্যান্স দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *