‘জীবন দৌড় থামালেন মিলখা’, গতকাল রাতে পরলোক গমন করেন তিনি

ডেস্ক: শেষ দুইবছর ধরে আমরা বহু স্বনামধন্য প্রিয় ব্যক্তিত্ব কে হারিয়েছি। গতকালও হলো সেই ঘটনার পুনরাৃত্তি। গতকাল অর্থাৎ শুক্রবার মাঝরাতে পরলোক গমন করেন ভারতের ‘ফ্লাইং শিখ’ মিলখা সিং ।

 

মাসখানেক যাবৎ তিনি কোরোনা আক্রান্ত হাওয়ার কারণে ভর্তি ছিলেন হাসপাতলে। এবং বেশ কিছু দিন আগে তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে।

চিকিৎসকেরা জানিয়েছিলেন তাঁর বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি ঘটায় গতকাল রাত্রে মারা যান তিনি। বর্তমানে তাঁর বয়স হয়েছিল 91 বছর।

 

কোরোনার প্রভাবে আমরা হারিয়েছি ভারতের বহু প্রতিভাকে। এবারে বড়সড় ধাক্কা খেলো ইন্ডিয়ান স্পোর্টস টিম। অলিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করে আসা মিলখা সিং আজ নেই আমাদের মধ্যে। যখন ভারতীয়রা অলিম্পিক নিয়ে চিন্তাভাবনা শুরু হওয়ার আগেই মিলখার স্বপ্ন ছিল আকাশ ছুঁয়ে আশার। 1960 সালে রোম অলিম্পিকে 400 মিটার দৌড়ে চতুর্থ স্থান দখল করেছিলেন তিনি।

 

এখনও পর্যন্ত অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ওটাই সেরা পারফরম্যান্স ভারতের। যার কারণে তাকে সম্মান জানিয়ে ‘ফ্লাইং শিখ’ বলে ডাকা হতো তাঁকে। এর আগে 1958 সালে টোকিও এশিয়া গেমস্ এ 200 এবং 400 মিটার দৌড়ে সোনা জয় করেছিলেন তিনি। এবং তিনিই একমাত্র ব্যক্তি যিনি স্বাধীন ভারতে প্রথম স্বর্ণপদক জয় করেন। ১৯৬২ সালের জাকার্তা এশিয়াডেও ছিল জোড়া সোনা।

 

1960 সালের অলিম্পিক ম্যাচের কারণে তিনি ভারত তথা গোটা বিশ্বে নিজের নাম প্রতিষ্ঠা করেন। যেখানে তাকে আজও স্পোর্টস আইকন হিসেবে গণ্য করা হয়।

 

সম্প্রতি পাঁচ দিন আগেই কোরোনাতে আক্রান্ত হয়ে মারা গেছিলেন তার স্ত্রী নির্মল। এবং তারপরেই প্রয়াত হন মিলখা সিং। ডাক্তারদের তরফ থেকে সব রকমের চেষ্টা করা হয়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর বিষয়ে খোঁজখবর রাখতেন। কিন্তু আটকে রাখা যায়নি তাকে।