নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্র মহলে, প্রয়াত হন কিংবদন্তি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগৎ হারালো আরও এক কিংবদন্তি কে। বাংলা চলচ্চিত্রের কবি-পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত প্রাণ ত্যাগ করেন বৃহস্পতিবার সকালে। তাঁর বয়স হয়েছিল 77 বছর। দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে সকাল ছটা নাগাদ ঘুমের মধ্যেই মারা যান তিনি।

জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। এবং বহুদিন যাবৎ তাঁর চলছিল ডাইলোসিস। এতদিন ধরে চলতে থাকা শরীরের ওপর ধকল সইতে পারেন নি আর। বৃহস্পতিবার ও তাঁর আর এক দফায় ডাইলোসিস হওয়ার কথা ছিল। সকালবেলা তাকে ঘুম থেকে ডাকতে যান তাঁর স্ত্রী। অনেকবার ডাকার পর কোনো সাড়া না পাওয়ায় চিকিৎসক কে আনা হয় বাড়িতে। এবং তারপরই জানা যায় তিনি মৃত।

বুদ্ধদেব দাশগুপ্ত এর জীবনের শুরুর দিক থেকে কবিতা লেখা শখ ছিল। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে। এবং সেখান থেকে পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় ভর্তি হন। অধ্যাপনা দিয়েই তার কর্মজীবন শুরু। এবং সেই সময় থেকে সমাজের বাস্তবতা, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট ভাবিয়ে তুলতো তাঁকে। অবসর সময়ে এই সমস্ত বিষয়বস্তুতে কেন্দ্র করে কবিতা লিখতেন তিঁনি। এবং সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হন সিনেমা বানানোর জন্য। 1968 সালে তিঁনি তাঁর প্রথম ডকুমেন্ট্রি ‘দ্য কন্টিনেন্ট অফ লাভ’ দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন।

 

এবং সেখান থেকে একের পর এক দুর্দান্ত ফিচার সিনেমার যেমন ‘কালপুরুষ’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘তাহাদের কথা’, ‘আনওয়ার কা আজাব কিস্সা’ এবং ‘জানালা’ র মত সিনেমা সৃষ্টি করতে থাকেন তিঁনি।

2007 সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হন তিনি এবং 2008 সালে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুদ্ধদেব দাশগুপ্ত কে জীবনকালের কৃতিত্বের সম্মাননা প্রদান করা হয়।

তাঁর মৃত্যু সংবাদে শোকাহত চলচ্চিত্র মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অকাল প্রয়াত হওয়ার শোক জ্ঞাপন করে তাঁর পরিবারকে সমবেদনা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *