ডেপুটি স্পিকার থেকে রাষ্ট্রপতি দরবার কোনো জায়গা বাদ দিলেন না শুভেন্দু, পিএসি কান্ডের গন্ডগোল তুঙ্গে

ডেস্ক: একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি এখন বাংলার প্রধান বিরোধীদল। ক্ষমতার আসনে তৃতীয়বারের জন্য আধিপত্য কায়েম করার পর থেকে তৃণমূল এবং বিজিপির মধ্যে যে সংঘাত চলে আসছে তা রাজ্যবাসীদের নজরে সয়ে গেছে। এবারেও সংঘাতকে আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়ে বাংলার বিধানসভায় কিভাবে রীতিনীতি ও নিয়ম লঙ্ঘন হচ্ছে তা জানিয়ে রাজ্যের স্পিকার-ডেপুটি স্পিকার ও বিরোধী দল নেতাদের চিঠি পাঠাল বিজেপি পরিষদীয় দল। চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই এই বিষয় নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা কে চিঠি দিয়েছেন তিনি। জানা যায় দেখাও করে এসেছেন তার সাথে। বিধানসভার রীতিনীতি ভাঙার মামলায় মূল অস্ত্র করেছে মুকুল রায় কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্বাধীন করার বিষয়টিকে। পিএসি পদে মুকুল রায় কে বেআইনিভাবে চেয়ারম্যান করা হয়েছে এমনটাই উল্লেখ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

তবে শুধু বিধানসভায় নয় বিষয়টিকে রাষ্ট্রপতি মহলেও নিয়ে যেতে চান শুভেন্দু রায়। সে কারণেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করতে তৎপর হয়ে ওঠেন তিনি। সুযোগ পেলে আগামী সপ্তাহেই তিনি রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। শুভেন্দুর সঙ্গী হবেন দলের বিধায়কদের মধ্যে কেউ কেউ।

রাষ্ট্রপতি ভবন থেকে সময় মিললেই শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সেখানে পিএসির বিতর্ক সহ বিধানসভা বিরোধীদের কথা বলার অধিকার খর্বের অভিযোগও তুলে ধরবেন তিনি, এমনটাই জানা যায়।

সর্বসমক্ষে তৃণমূলে যোগ দেওয়ার পরও কিভাবে মুকুল রায় কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে পদস্থ করা হলো এমনটাই প্রশ্ন বিরোধীদের। সেই হিসাব মতোই আইনি পদক্ষেপ নেবে বিজেপি। আদালতেও একটি জনস্বার্থ মামলা ও ইতিমধ্যে দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *