সিপিআইএম ক্যাম্পে জমিয়ে আড্ডা ফিরহাদ হাকিমের, রাজনীতির আগে ব্যক্তিগত সম্পর্ক

ডেস্ক: ভবানীপুরে উপনির্বাচনের গরম আবহে মন শীতল করার মত একটি বিরল ছবি সামনে এলো সকলের। আমরা প্রায়ই শুনে থাকি রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে তার সাথে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই।

এই কথারই সত্যতা প্রমাণ হলো আজ। ভবানীপুরে সিপিআইএম ক্যাম্পে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল রাজ্যের তৃণমূল নেতা ফিরহাদ হাকিম কে। বললেন রাজনীতি অন্য বিষয় এমনি আমাদের মধ্যে কোনো রেষারেষি নেই।

তার কথায়,“পাড়ার ছেলে, এখানে রাজনীতি নেই। আমি আমার আদর্শে রাজনীতি করি। ও ওর আদর্শে রাজনীতি করে। এখানে আমাদের মধ্যে কোনও রেষারেষি নেই।” স্থানীয় বাসিন্দারা বলছেন এমন রাজনৈতিক সৌজন্যের ছবি যে সবসময় দেখা যায়। এর থেকে শান্তির কিছু নেই।

 

একদিকে যেখানে আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ পর্ব। অলিতে গলিতে চলছে এরিয়া ডমিনেশন। 5 জন জয়েন্ট সিপি, 14 জন ডেপুটি কমিশনার, 14 অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও 100 জন ট্রাফিক সার্জেন্ট নিয়ে কঠোর নিরাপত্তায় ভবনিপুর কেন্দ্র। সেখানেই ফিরহাদ হাকিম মশগুল সিপিআইএম বন্ধুদের সাথে চায়ের আড্ডায়। তিনি বলেন, “আরে আমরা পাড়ার ছেলে। ছোট থেকে বন্ধু। আমার বাবা, ওর বাবাও বন্ধু। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। তাবলে ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *