এফআইআর দায়ের হলো মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে, সিনেমার ডায়লগ এর কারনে তাকে পড়তে হলো সমস্যা

ডেস্ক: “মারবো এখানে লাশ পড়বে শ্মশানে” … মিঠুন চক্রবর্তীর এই ফেমাস ডায়লগ এমএলএ ফাটাকেষ্ট সিনেমার। একসময়ের বেশ জনপ্রিয় হয়েছিল এই ডায়ালগ টি। কিন্তু বর্তমানে এই ডায়লগের জন্যই মিঠুন চক্রবর্তীকে পড়তে হলো চাপে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে নরেন্দ্র মোদির হাতে পতাকা ধরে এই ডায়লগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপরও বহু জায়গাতে মিঠুনের মুখে শোনা যায় এই ডায়ালগটি। এর পর এই ডায়ালগের কারণে পুলিশের জেরার মুখে পড়তে হয় তাকে।

মানিকতলা থানায় এই ডায়লগ এর মাধ্যমে উস্কানি ছড়ানো শান্তি বিঘ্নিত করার অভিযোগ জমা পড়েছে তার বিরুদ্ধে। এবং দায়ের করা হয় এফআইআর ও। হাইকোর্টের নির্দেশে মানিকতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেন মিঠুন চক্রবর্তীকে।মানিকতলা থানায় মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী অয়ন চক্রবর্তী।

যেখানে হাজার 900 মিঠুন চক্রবর্তীর মূলত দু’টি প্রশ্ন করে। এক তিনি বিজেপি তে যোগদান দিয়ে তবেই এই নির্বাচনী প্রচার করেছেন? নাকি কোনো টাকার বিনিময় তিনি প্রচারকার্য চালিয়েছেন?
এই প্রশ্নের উত্তরে মিঠুন জানান তিনি পার্টির আদর্শে বিশ্বাসী। তাই তিনি নির্বাচনের আগে বিজেপির প্রচার করেছেন।

এবং দ্বিতীয় হচ্ছে “মারবো এখানে লাশ পড়বে শ্মশানে..” ডায়লগ কি বিজেপির তরফ থেকে তাঁকে বলতে বলা হয়েছিল? নিচের প্রশ্নের উত্তর জানান তিনি বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন এই ডায়লগে শ্রোতারা সাড়া দেয়। তাই নির্বাচনী প্রচারে নেই তিনি এটি ব্যবহার করেছেন।

ভারতীয় দণ্ডবিধির 153(A), 504,505 একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এরপর হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন মিঠুন। কিন্তু হাইকোর্ট মিঠুনের এই আবেদন পেয়ে মামলায় তার সহযোগিতার নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মানিকতলা থানায় তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *