বাড়তে চলেছে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ, সংক্রমণ এড়াতে নতুন পদক্ষেপ নিতিন গডকরির মন্ত্রকের

ডেস্ক: মহামারী কালে সুসংবাদ জানালো কেন্দ্র গাড়ি চালকদের জন্য। এবারে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও পারমিট এর মেয়াদ বাড়ল আরো তিন মাস। অর্থাৎ যে পারমিট বা রেজিস্ট্রেশন এর বৈধতার মেয়াদ 30 শে জুন পর্যন্ত ছিল সেগুলির বৈধতা বেড়ে 30 শে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রক জানিয়েছে করোনা সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

পরিবহন এবং সড়কমন্ত্রী নিতিন গডকরি জানিয়েছেন, কোরোনা যাতে ছড়িয়ে না পড়ে তাই পারস্পরিক সংযোগ এড়াতে সব ধরনের পারমিট কে এই সেপ্টেম্বর পর্যন্ত বৈধ করা হোক। এই নির্দেশিকা টুইটও করেছে সড়ক ও পরিবহন মন্ত্রক।

এমনকি পয়লা ফেব্রুয়ারি যেসব লাইসেন্স, পারমিট ও রেজিস্ট্রেশন এর বৈধতা শেষ হয়েছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নতুন নিয়ম।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশিকা জারি করার কথা বলেছে। বেশ কিছুদিন আগে আরো একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল সড়ক ও পরিবহন মন্ত্রক। যেখানে ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীকে আঞ্চলিক পরিবহন অফিস অর্থাৎ আরটিও তে গিয়ে পরীক্ষা দিতে হবে না। কোনো বৈধ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সেখানে পরীক্ষায় পাশ করলেই পেয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স।

আগামী পয়লা জুলাই থেকেই কার্যকরী হতে চলেছে এই নতুন নিয়ম। ড্রাইভিং সেন্টার এ কোন ব্যক্তির প্রশিক্ষণ শেষ হলে তা অডিট করলেই পৌঁছে যাবে আরটিও অফিসে। এই সমস্ত পদ্ধতিটাই হবে প্রযুক্তি নির্ভর। এবং যেসব ড্রাইভিং সেন্টার নির্দিষ্ট শর্তাবলী মেনে নেবে, সেই ড্রাইভিং সেন্টার গুলির বৈধতা দেবে আরটিও অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *