বাড়ি ফেরার তাড়ায় কলকাতার ধর্মতলা জমেছে ভিড়, ফলে কোরোনার সংক্রমণ দ্বিগুণ হওয়ার আশঙ্কা

ডেস্ক: গত 30 এপ্রিল রাজ্যজুড়ে 15 দিনের জন্য আংশিক লকডাউন ঘোষণার পরে অন্যান্য জেলা ও রাজ্যের বাসিন্দাদের মধ্যে বাড়ি ফেরার তাড়াহুড়ো লেগে যায়। সেই সময়ে অধিক 100 টি বেসরকারি বাস বন্ধ করা হয়েছিল।

ফের একবার রাজ্যে ঘোষণা হয় লকডাউন। কিন্তু এটি আংশিক না পূর্ণ। শনিবার নবান্নের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী 16 ই মে থেকে 31 শে মে পর্যন্ত লকডাউন জারি করা হয়ছে।
ফলে বন্ধ থাকবে মেট্রো, বাস, ফেরি, অটো ও লোকাল ট্রেন সহ রাজ্যের সমস্ত পরিবহন মাধ্যম। শুধুমাত্র জরুরী পরিষেবা ক্ষেত্রে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে।

এ ঘোষণার পরেই ধর্মতলা বাসস্ট্যান্ডে বাড়ি ফেরার জন্য বাস ধরতে লম্বা লাইন দেখা যায়। কলকাতা ও হাওড়ার বহু চত্বরে বেড়ে ওঠে ভিড়। কিন্তু দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যাওয়ার বাস পাচ্ছে না বেশিরভাগ মানুষই।

এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০০ টি বাস আজকের জন্য চালু করা হয়। হাওড়া স্টেশন থেকে বাসগুলি ছাড়া হবে বলে সূত্রে খবর পাওয়া গেছে। এছাড়াও কিছু বেসরকারি বাস ও নিয়োগ করা হয়।

কোরোনার সংক্রমণ আটকানোর জন্য রাজ্যে পূর্ণ লকডাউন জারি করা হয়। কিন্তু সেই সমস্ত চিন্তা ভাবনার ওপর জল ঢেলে দিয়েছে ধর্মতলার আজকের ভিড় টি। আশঙ্কা করা যায় অতিরিক্ত ভিড়ের কারণে সংক্রমণ দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *