চীন দিলো তালিবানকে সরকারকে স্বীকৃতি, ভারতের বিরুদ্ধে নতুন কি ষড়যন্ত্র তৈরি করতে চলেছে চীন?

ডেস্ক: মাথায় বন্দুক ঠেকিয়ে আফগানিস্থান দখলে নিলো তালিবানরা। আফগানের রাষ্ট্রভবনকে করল নিজের কব্জায়। আফগানিস্তানের নাম পাল্টে রাখা হলো ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)। মোল্লা আব্দুল ঘানি বারাদার হতে চলেছে আফগানিস্থানের তালিবান সরকারের রাষ্ট্রপতি।

এই মুহূর্তে আফগানিস্থানের তালিবান শাসনের গোটা বিশ্বের প্রতিটি দেশের কাছে একটাই আবেদন যাতে তাদের স্বীকৃতি দেওয়া হয়। গোটা বিশ্বের একাধিক দেশ যেখানে তালিবানি সরকারকে অবৈধ সরকার, বন্দুকধারী সরকার বলে স্বীকৃতি দিতে রাজি নয়, সেখানে চিন হাত মেলালো তালবানি সরকারের সাথে।

গোটা আফগানকে জরাজীর্ণ করে নিজেদের দখলে নেওয়ার তিনদিনের মধ্যে কিসের তাড়ায় তালিবান দৌরাত্ম্য কে স্বীকৃতি দিলো চিন?

চীন বহুদিন ধরে এশিয়াতে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে

চীন বহুদিন ধরে এশিয়াতে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পলিসি গ্রহণ ও করেছে। বর্তমান সময় তালিবান কে সমর্থনের জন্য চীন যেভাবে উদগ্রীব হয়ে আছে, এটাও তাদের এক রকমের পলিসি বললে ভুল হবে না।

এই মুহূর্তে চীন যে কারণে তালিবানদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে এবং বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে এর পেছনে অন্যতম কারণ হচ্ছে, ETIM বা ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) নামক একটি ইসলামিক সংগঠন রয়েছে। এবং সূত্রানুযায়ী এই সংগঠনটির ভিত আফগানিস্তানে। কিন্তু চীনের দাবি অনুযায়ী চীনের একটি শহরে এই দলটি বিরোধী দল হিসেবে সরকারকে হেনস্তা করছে এবং বিভিন্ন সন্ত্রাসবাদি কাজকর্ম করছে। তবে প্রসঙ্গত জানিয়ে রাখি, চীনে যেভাবে উইঘুর মুসলিমদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে প্রতিমুহূর্তে অত্যাচার করা হয়েছে তা প্রায় গোটা বিশ্বই জানে।

কিন্তু চীন সরকারের বক্তব্য এই উইঘুর মুসলিমরা ইটিআইএম এর সাথে মিলিত হয়ে চীনে সন্ত্রাসবাদী কাজকর্ম শুরু করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদি সংগঠনের লিস্ট থেকে ETIM কে বাদ দিয়েছে।

সুতরাং এ কথা স্পষ্ট চীনের জমি থেকে ETIM সংগঠনকে উৎখাত করার জন্যই আফগানিস্তানে তালিবানদের সাথে হাত মিলিয়েছে।

জম্মু-কাশ্মীরে করতে পারে তাদের নজর

একেই চীন এবং পাকিস্তানের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা ভারতের জন্য যে অস্বাস্থ্যকর তা প্রথমেই প্রমাণিত হয়েছিল। এবারে আফগানিস্তানের সাথে হাত মিলিয়ে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ত্রৈ শক্তি আছড়ে পড়তে পারে ভারতে। এবং জম্মু-কাশ্মীরে করতে পারে তাদের নজর। যা ক্ষতিকর হয়ে উঠবে ভারতের জন্য। বহিরাগত কোনো শক্তি ছাড়া পেরে উঠবে না ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *