চিকিৎসকদের ২০০ টাকার বেশি ভিজিট নেওয়া যাবে না

মালদা: গরীব ও সাধারন মানুষের স্বার্থের কথা ভেবেই চিকিৎসকদের ২০০ টাকার বেশি ভিজিট নেওয়া যাবে না এমনই দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহে রাস্তায় নামল শিবসেনা। পাশাপাশি শিবসেনার এই কর্মসূচির মধ্যেই কংগ্রেস এবং বিজেপি ছেড়ে প্রায় ৫০০ জন নেতাকর্মীরা যোগদান করলেন।

মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকায় শিবসেনার পক্ষ থেকেই এই গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়। পথচলতি মানুষদের কাছে তাদের এই দাবির বিষয়টি জানিয়ে সই সংগ্রহ করা হয় ।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শিবসেনার রাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার , দলের মালদা জেলা সভাপতি উত্তম নন্দী, সম্পাদকদ ধনেশ্যাম দাস ও সুরেশ সরকার সহ অন্যান্যরা। এদিন চাচোল , মালতিপুর , পুরাতন মালদা , ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রগুলি থেকে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে প্রায় ৫০০ জন নেতাকর্মীরা শিবসেনায় যোগদান করেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার।

এদিন এই কর্মসূচির মাধ্যমেই শিবসেনার রাজ্যের সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, গরিব এবং সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে ২০০ টাকার ভিজিট নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধের বিষয়টি চিকিৎসকদের বৃহৎ সংগঠন আইএমএ’র কাছে তুলে দেওয়ার জন্য সাধারণ মানুষের গণস্বাক্ষর নেওয়া হচ্ছে। আমরা চাই নির্ধারিত ২০০ টাকা ভিজিট হলে সকলের পক্ষেই চিকিৎসা পরিষেবা পেতে সুবিধা হবে। পাশাপাশি এলাকায় যেখানে চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করছেন এসবের অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক শৌচাগার এবং রোগীদের পর্যাপ্ত বসার ব্যবস্থা একটা সমস্যা রয়েছে।

সেই ব্যাপারে যেন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। এনিয়ে এদিন এই কর্মসূচি রাখা হয়েছে। দলের পক্ষ থেকে এই অনুরোধ আইএমএস কর্তৃপক্ষের কাছে গণস্বাক্ষর সম্বলিত তুলে দিয়ে জানানো হবে। পরবর্তীতে যদি কোনো কাজ না হয় তাহলে আন্দোলনের ডাক দেওয়া হবে।

এদিন শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১০০ টি আসনে প্রার্থী দেবে শিবসেনা। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এদিন মালদায় কংগ্রেসের নেতা উমা দাসের নেতৃত্বে ২০০ জন কর্মী সমর্থকরা শিবসেনায় যোগদান করেছেন।

পাশাপাশি বিজেপির রামনাথ সাহা , রবীন্দ্রনাথ সাহা, দিপেন দাসের নেতৃত্বে প্রায় ৩০০ জন কর্মী সমর্থকরা শিবসেনা যোগদান করেছেন। তাদেরকে আমরা দলীয় ঝান্ডা তুলে দিয়ে স্বাগত জানিয়েছে।