মুখ্যমন্ত্রী কে চড় মারা হুমকি! গ্রেফতার হল কেন্দ্রীয় মন্ত্রী

ডেস্ক: “সব ক্ষেত্রে সব কথা প্রযোজ্য না। এতে সমস্যায় পড়তে হয়।”এই উক্তিটি নিতান্তই সত্য। বেসামাল কিছু বলে বসলে সমস্যা। এমনটাই হলো মহারাষ্ট্রের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে ক্ষেত্রে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে থাপ্পড় মারার মন্তব্যে গ্রেফতার হলেন তিনি। 20 বছরে প্রথমবার নজরে আসলো এমন একটি ঘটনা। নারায়ণ রাণে বর্তমানে কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মন্ত্রী।

এই বিতর্কিত ঘটনার সূত্রপাত মহা আগাড়ি জোটের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের একটি মন্তব্য থেকে। উদ্ধব ঠাকরে কথাপ্রসঙ্গে মজাচ্ছলে বলেছিলেন, তিনি নাকি জানানে না যা ভারত কত সালে স্বাধীনতা লাভ করছিল। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? তিনি বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’

ব্যাস তারপর আর কি! এই মন্তব্য থেকেই চাপ পড়েন নারায়ণ রাণে। দায়ের করা হয় 4টি এফআইআর। ভারতীয় দন্ডবিধির 153 ও 505 ধারায় মামলা দায়ের করা হয় রানের বিরুদ্ধে। এমনকি নাসিকের সাইবার ক্রাইম বিভাগেও FIR দায়ের করা হয়। ঘটনাটি ঘিরে ইতিমধ্যে উত্তাল শুরু হয় মহারাষ্ট্র জুড়ে। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রাণের বাড়ির সামনে জড় হয়ে বিক্ষোভ দেখায় শিব সেনার সদস্যরা।

রাণেকে গ্রেফতার করার পরিকল্পনার কথা সূত্রে জানা গিয়েছিল অনেক আগেই। কিন্তু কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই পুলিশ কমিশনার দীপক পান্ডে এর নির্দেশে গ্রেফতার করা হয় নারায়ন রাণেকে। ডিসিপি সঞ্জয় বারকুন্ডের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। এবং তারাই রাণের বাড়ি গিয়ে তাকে গ্রেফতার করে আনে। মন্ত্রীর পক্ষ থেকে এফআইআর খারিজের দাবি জানানো হলেও হাইকোর্ট তাতে সায় দেয়নি। তাঁর বিরুদ্ধে থাকা এফআইআর খারিজের দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে মন্ত্রী একটি আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।

অন্যদিকে, শিব সেনার সদস্যরা মুম্বাই সহ একাধিক জায়গায় পোস্টার টাঙাতে শুরু করে। যেখানে, নারায়ণ রাণে কে মুরগি চোর বলে আখ্যা দেন। আসলে বহু বছর আগে তিনি যখন শিব সেনায় ছিলেন তখন চেম্বুরে একটি মুরগির দোকান ছিল তার। তাই এমন ভাবে খিল্লি ওড়াতে থাকে তার। এছাড়াও নারায়ণ রাণে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে দাবি করেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *