চলছে স্পট ভিজিট, ভোট পরবর্তী হিংসার মামলায় তৎপর সিবিআই, প্রকাশ্যে আসবে কার নাম?

ডেস্ক: ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টের রায় অনুযায়ী চলবে CBI তদন্ত। সেই রায়কেই মান্যতা দিয়ে ভোট পরবর্তী হিংসার মামলায় তৎপর সিবিআই (CBI)। চার জো়নে ক্যাম্প করে তদন্তে নামবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

একটি ক্যাম্প হবে দুর্গাপুরে, একটি কোচবিহারের এবং বাকি দুটি ক্যাম্প চলবে কলকাতাকে কেন্দ্র করে। দুর্গাপুরে তৈরি হওয়া ক্যাম্পটি মূলত বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত চালাবে। কোচবিহারে তৈরি ক্যাম্পটি উত্তরবঙ্গের জেলাগুলির তদন্ত করবে। প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহার থেকে সব চেয়ে বেশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ এসেছে।

এবং কলকাতায় তৈরি ক্যাম্প দুটি কলকাতার সংলগ্ন কয়েকটি জেলার ভোট পরবর্তী হিংসার তদন্তে নামবে। সূত্র অনুযায়ী, ইতিমধ্যে দূর্গাপুর ও উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভোট পরবর্তী হিংসার দ্বিতীয় সর্বোচ্চ শিকার হওয়া জেলা বীরভূম। সুতরাং সেখানে গিয়েই প্রথমে তদন্ত চালাবে সিবিআই।

ভোট পরবর্তী হিংসার মামলায় নিয়োগ করা হয়েছিল সিবিআই এর 84 জন তদন্তকারী অফিসারকে। বর্তমানে টিম বেড়ে 109 জন হয়েছে। মোট 84 জন অফিসারদের মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদা অফিসার রয়েছেন। সাথে জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপিও রয়েছেন। মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই এর ‘ক্যাপ্টেন কুল’ অখিলেশ সিং কে।

শুক্রবার নদিয়ার কোতোয়াল থানা এলাকার মৃত বিজেপি কর্মী পলাশ মন্ডলের বাড়ি যান সিবিআই এর একটি বিশেষ দল। সেখানে পলাশ মন্ডলের পরিবারের লোকের সাথে কথা বলেন সিবিআই আধিকারিকরা। এবং যেখানে ঘটনাটি ঘটে ছিল সেখানেও ঘুরে দেখেন তদন্তকারীরা।

গত 14ই জুন দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় পলাশ মন্ডলের। পলাশের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাকে গুলি করে ও বোমা মেরে খুন করে। এই ঘটনায় দেওয়ালে বোমা ও গুলির চিন্হ থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারীরা। বেশ কয়েকজনের নাম সিবিআই কে জানায় পরিবারে সদস্যরা।

বৃহস্পিবার থেকেই স্পট ভিজিট করতে শুরু করে দিয়েছে সিবিআই। তদন্ত চলছে জোর কদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *