হয়রানির শিকার হওয়া থেকে বাঁচতে ফোন করুন এই নম্বরে: কলকাতা পুলিশের নতুন পদক্ষেপ

ডেস্ক: রাজ্যজুড়ে অংশের জন্য হাহাকার চলছে। অক্সিজেন না পাওয়ার কারণে মৃত্যুর সম্মুখীন হচ্ছে রোগীরা। কিন্তু এই পরিস্থিতিতেও কিছু বিকৃত মস্তিস্কের মানুষ টাকা চাহিদার বিকিয়ে ফেলছে নিজের মানবিকতা। শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম এর কালোবাজারি।

এ জালিয়াতি রুখতে এবার পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। তারা মানুষের কাছে পৌঁছে দিলো হেল্পলাইন নাম্বার যেটিতে সাধারণমানুষ যোগাযোগ করে নিজেদের সমস্যা বলতে পারবেন।

নম্বরটি হলো ৯৮৭৪৯০৯৬৪০।
মেইল আইডি jointcpcrime@kolkatapolice.job.in ।

কালোবাজারি ঠেকাতে এই নম্বরে ফোন করে বা মেইল করে পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ।

যে সময় গোটা দেশ কোরনার জালে জর্জরিত সেখানে দাঁড়িয়েও মানুষ নিজের স্বার্থের জন্য সাহায্যের নামে পেতে রেখেছে প্রতারণার ফাঁদ।এরকম আমাদের চারপাশে অনেক মানুষকেই দেখা যায় যারা দাবি করে ফোন করলে পৌঁছে দেবে অক্সিজেন সিলিন্ডার কিন্তু সে নম্বরগুলিতে ফোন করলে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। এরকম অনেক কোভিড আক্রান্ত পরিবার রয়েছে যারা টাকা দিও পাননি অক্সিজেনের সহায়তা। গত সপ্তাহে বনগাঁ থেকে এমনই ২ প্রতারক গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ওই দুই প্রতারক পেশায় মোবাইল ব্যবসায়ী। এ প্রতারণা করে তারা প্রায় কয়েক লক্ষ টাকা উপার্জন করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *