ব্রেকিং নিউজ: রাজ্যে হতে চলেছে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ লকডাউন

ডেস্ক: রবিবার থেকে রাজ্যে হতে চলেছে সম্পূর্ণ লকডাউন। কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারকে নিতে হল কড়া পদক্ষেপ।
রামদান উপলক্ষে গত ৩০ এপ্রিল থেকে রাজ্যে করা হয়েছিল আংশিক লকডাউন কিন্তু আজ অর্থাৎ ১৫ ই মে রাত ১২ টা পর্যন্ত এই আংশিক লকডাউন বৈধ থাকবে। আগামীকাল ১৬ ই মে অর্থাৎ রবিবার থেকে রাজ্যে ফের একবার লাগু করা হবে সম্পূর্ণ লকডাউন অনির্দিষ্টকালের জন্য।

রাজ্য সরকার থেকে কিছু বিধিনিষেধ এই লকডাউন এর ক্ষেত্রে জারি করা হয়েছে।

১. সোমবার থেকে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, সিনেমা হল, শপিং মল, জিম, মার্কেট, কমপ্লেক্স, রেস্তোরাঁ, বার, কলকারখানাগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে।

২. সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবাগুলি যথা সবজির বাজার, ফলের দোকান, দুধ ও মুদিখানা ইত্যাদি।

৩. ওষুধ, ডাক্তার-খানা, চশমার দোকান নিয়মিত খোলা থাকবে এবং মিষ্টির দোকান গুলি সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।

৪. লোকাল ট্রেন, মেট্রো, লঞ্চ পরিষেবা, বাস বন্ধ থাকবে। ব্যক্তিগত যানবাহন ও ট্যাক্সি গুলি কেবলমাত্র রোগীদের পরিবহনের জন্য অনুমতি দেওয়া হবে।

৫. সকল ধরনের সামাজিক, শিক্ষামূলক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৬. মাস্ক ছাড়া রাস্তায় বের হলে, করা হবে ফাইন।

৭. সামাজিক দূরত্ব মেনে বাজার দোকান গুলিতে যেতে হবে।

৮. অকারণ বসত ঘরের বাইরে বেরোনোর নিষেধ।

সূত্রে জানা গেছে, রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লাগু থাকবে এই লকডাউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *