তৃণমূলকে আবার অনুকরণ বিজেপির, ত্রিপুরায় চলছে মমতা বন্দোপাধ্যায়ের কর্মসূচি

ডেস্ক: 2023 শে বিধানসভা ভোট ত্রিপুরায়। বাংলায় একুশের বিধানসভা ভোটে দারুন ফলাফলে করে বর্তমানে তৃণমূলের টার্গেট ত্রিপুরা। বিগত কিছুদিন ধরেই তৃণমূলের ত্রিপুরায় আনাগোনা বেড়েছে। ত্রিপুরায় নিজের জমি শক্ত করার কোনো রকম ত্রুটি রাখছে না তারা। সেই অঞ্চলে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ত্রিপুরায় জনসংযোগের নয়া কৌশল নিল বিজেপি।

তৃণমূলের ধাঁচে তৈরি ঘুঁটি পাকালো নিজেদের। আগামী 6ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলছে ত্রিপুরায় হেল্পলাইন নম্বর। যার মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন রাজ্যের যেকোনো সাধারণ মানুষ। তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচির র অনুকরণ করছে ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই পদক্ষেপকে ভোটের আগে জনসংযোগের নয়া কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

প্রসঙ্গত জানিয়ে রাখি, 2019 শের লোকসভা নির্বাচনে আশা অনুরূপ ফল করেনি তৃণমূল। বিজেপি নামক গলার কাঁটাকে উপড়ে ফেলতে দারুন পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি তৈরি করেন। এবং সকলের অভাব, অভিযোগ শুনে সেটি সমাধানের চেষ্টাও করে রাজ্য সরকার। আর এই কর্মসূচির যোগ্য ফলাফল ও পান তিনি একুশের বিধানসভা নির্বাচনে। চিন্তাভাবনার উর্ধ্বে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতার আসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *