স্যানিটারি প্যাড এবং অন্তর্বাস থেকে উদ্ধার হলো মাদক, মাদক আমদানি নিয়ে চমকপ্রদ তথ্য দিলো আরিয়ান

ডেস্ক: আগামীকাল জেল থেকে ছাড় পাওয়ার সম্ভবনা আরিয়ানের। এরই মধ্যে এমন কিছু তথ্য জানতে পারলো NCB যা কোনো গোয়েন্দা কাহিনীর থেকে কম কিছু না। গোয়াগামী প্রমোদতরীতে নিষিদ্ধ মাদক কী ভাবে পৌঁছালো, তা নিয়ে তদন্ত করছে NCB আধিকারিকরা। এবং তদন্ত যতই অগ্রসর হচ্ছে, ততই নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন তারা।

গোয়াগামী প্রমোদতরীতে হওয়া রেভ পার্টি থেকে আরিয়ান সহ মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবং উদ্ধার করেছিল মাদক দ্রব্য। জানা যায়, ক্রিপ্টোকারেন্সি র মাধ্যমে ডার্ক ওয়েব থেকে মাদক কেনা হয়। আরিয়ানের বান্ধবী মুনমুন ধামেচার স্যানিটারি প্যাড এবং অন্তর্বাসের মধ্যে থেকে উদ্ধার হয় এই মাদক। এই সমস্ত বিষয় জেনে NCB আধিকারিকরা জানান, “প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আসছে। জেরায় মিলছে নতুন নতুন তথ্য। শার্লক হোমস বা আগাথা ক্রিস্টির মতো গোয়েন্দা উপন্যাসের থেকে কম নয় এই মাদক-কাণ্ড।”

Aryan gives startling information about drug import

আরিয়ানকে জেরা করে আব্দুল কাদের শেখ ও শ্রেয়স নায়ারের নাম উঠে আসে। শ্রেয়স নায়ারের কাছ থেকে মাদক কিনতেন আরিয়ান। মঙ্গলবার তল্লাশি চালিয়ে মণীশ রাজগারিয়া ও অবনী সাহুকে গ্রেফতার করা হয়। NCB আধিকারিকরা জানিয়েছেন, গ্রেফতারকারিদের ফোন হেফাজতে নেওয়া হয় এবং ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *