অনেক বেআইনি কাজের সঙ্গে যুক্ত আলাপন বাবু, রাজ্যপালের সাথে বৈঠক শেষে বললেন শুভেন্দু অধিকারী

ডেস্ক: আলাপন ইস্যুকে ঘিরে তরজমা চলছে রাজ্যে। গত পাঁচ দিনে তুঙ্গে উঠেছে রাজ্য কেন্দ্রের সংঘাত। এ বিষয়ে আলাপন নিজের মুখ না খুললেও প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে বেড়ে চলেছে বিবাদ।

যেখানে একদিকে তলব করা হয় দিল্লিতে আলাপন কে অন্যদিকে আলাপন কে না ছাড়া দাবিতে নিজস্ব প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত করেন মুখ্যমন্ত্রী।

এই টানাপোড়েনের মাঝখানে যোগ দিলো আরও দুই ব্যক্তি। বাংলার বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। আলাপন বন্দ্যোপাধ্যায় কে মাসে আড়াই লক্ষ টাকা বেতন দিয়ে মুখ্যমন্ত্রীর নিজস্ব প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করানোর পর থেকে টুইটারে বিক্ষোভের আগুন জ্বালিয়েছে প্রাক্তন তৃণমূল ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আদতে বিষয়টি মেনে নিতে পারেনি শুভেন্দু বাবু। যার কারণে কড়া ভাষায় কটাক্ষ করতে থাকেন মুখ্যমন্ত্রী কে।

পশ্চিমবঙ্গে কৌতুক নাটক চলছে। অহংকারের জন্য মুখ্যসচিবের শৃঙ্খলা ভঙ্গ কে আড়াল করে মুখ্যমন্ত্রীর দফতর ও সাংবিধানকে অসম্মান করছেন (non-MLA) দিদি। মাসে 2.5 লক্ষ টাকা বেতন দিয়ে তাকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। করদাতাদের কঠোর উপযুক্ত অর্থ ব্যয় করার থেকে ভালো উপায় আর কিছু আছে বলে জানা নেই। এমনটাই তিনি টুইট করে জানান।

তার ওপর রাজ্যপালের বিস্ফোরক টুইট। যেখানে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুন্ডায় রিভিউ বৈঠক বয়কট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল টুইটারে লেখেন, “গত 27 শে মে রাত 11 টা 16 টে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় একটি মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরী। মুখ্যমন্ত্রী তাকে ইঙ্গিত দিয়েছিলেন ওই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি বৈঠক বয়কট করবেন।

এছাড়াও রাজ্যপালের দাবি, বৈঠক সংক্রান্ত বিষয় অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী। তার এই পদক্ষেপ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যবহার যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্যের পরিপন্থী।

এ বিষয়ে একজোট হয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল দুপুর 3 টে তে রাজ্যপালের সাথে বৈঠক আছে বলে টুইট করে জানিয়েছিল শুভেন্দু।

এবং তারপরেই বৈঠক শেষে সরাসরি প্রাক্তন মুখোশের আলাপন বন্দ্যোপাধ্যায় কে নিশানা নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলাপন এখন কার্যত শাসকদল দের ও বিভিন্ন অংশে পরিণত হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। শুধু এখানেই না মুখ্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি যা যা দুর্নীতি আলাপন বন্দ্যোপাধ্যায় করেছেন তার পর দাসের তদন্তের দাবি করছেন তিনি।

বুধবার রাজভবন থেকে বেরিয়ে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সেখানে শুভেন্দু বলেন, “আমি আজ বিরোধী দলনেতা হিসেবে মহামান্য রাজ্যপালের সঙ্গে দেখা করলাম। কিভাবে তালিবানি কায়দায় গোটা রাজ্যে সন্ত্রাস চলছে তা বলেছি।

অন্যদিকে আলাপন প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য 2020 সালে যখন কোন দেশে কোরোনা শুরু হয়, তারপর ভুয়ো টিকিট কিনে নিয়ে তদন্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কমিটি গঠন করেছিলেন। কমিটির চেয়ারম্যান ছিলেন আলাপনবাবু। সেই কমিটির রিপোর্ট কোথায়? বিরোধী দলনেতা হিসেবে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার দাবী করছি আমি।

এছাড়াও তিনি বলেন অন্ডাল বিমানবন্দরের জন্য 2300 একর জমি কৃষকের কাছ থেকে নেয়া হয়েছিল। সেই কমিটির দায়িত্বে ছিলেন আলাপনবাবু। সরকারের ইক্যুইটি শেয়ার প্রথমে 11%, তারপরে 26% ও শেষে 47 শতাংশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানে প্রচুর টাকা লোন দিয়েছে তার আসল তো দূরের কথা সুদও এখনো পর্যন্ত আসেনি।

এ সমস্ত ভাবে সরকারের অনেক বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলো আলাপন বাবু। তাই তাকে রক্ষা করার জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কে অপমান করে সংবিধানের বাইরে যাওয়ার প্রয়াস চালানো হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *