আনলক এর পর তৃতীয় ঢেউ মোকাবিলায় পদক্ষেপ নিল দিল্লি প্রশাসন, জেনে নিন কি বললো কেজিওয়াল

ডেস্ক: মহামারীর প্রকোপ প্রথম থেকেই দেশের মধ্যে সর্বোচ্চ দিল্লিতেই পড়েছিল। কোরোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়েছে দিল্লি। প্রাণ হারাচ্ছে বহু মানুষ। অক্সিজেনের অভাবে ত্রাহি ত্রাহি রব। কি আক্রান্তের সংখ্যা কমলেও কমেনি মৃত্যুর হার। এরই মধ্যে আরেক দুশ্চিন্তা আছড়ে পড়ার সম্ভাবনা তৃতীয় ঢেউয়ের। তার বিরুদ্ধেই লড়াই শুরু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে ও চলছে লকডাউন এর মহল। এবং দিল্লি সরকার অর্থাৎ আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন আনলক এর নির্দেশিকা। এরই সঙ্গে তিনি তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয় ও জানান।

তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় যে পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে সেগুলি হল-

1. তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য দুটি কমিটি করেছে দিল্লি সরকার। আইসিইউ বেড ও ওষুধ জোগানেও দ্রুততা আনার চেষ্টা চলছে বলে জানান কেজরিওয়াল। তিনি বললেন, “একদিনে সর্বোচ্চ 37 হাজার জন করোনা আক্রান্ত হতে পারেন, সেই হিসাবেই তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি চলছে।”

2. কোন স্ট্রেনের বাড়বাড়ন্ত হচ্ছে কিনা, তার খেয়াল রাখতে দিল্লিতে দুটি জিনোম সিকোয়েন্সিং হাব তৈরি হবে।

3. দু’মাসের মধ্যেই 64 টি অক্সিজেন প্লান্ট ও 420 টনের অক্সিজেন স্টোরেজ ক্যাপাসিটি তৈরি করবে দিল্লি।

4. অক্সিজেন সংকট কমাতে 25টি অক্সিজেন তাঁকে ট্যাঙ্কার কয়েকদিনের জন্য ব্যবহার করবে দিল্লি।

5. রাজধানীর জন্য 150 টন অক্সিজেন তৈরি করবে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড।

6. একাধিক অক্সিজেন কনসান্ট্রেটর ও 6 হাজার অক্সিজেন সিলিন্ডার কিনেছে দিল্লি।

7. ইতিমধ্যে চিকিৎসকদের নিয়ে একটি উপদেষ্টা প্যানেল তৈরি করা হয়েছে ।

8. তৃতীয় ঢেউয়ের শিশুরা আক্রান্ত হতে পারে, তাই শিশুদের জন্য আইসিইউ তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *