দিল্লির উদ্দেশে ১২০ মেট্রিক টন লিক্যুইড অক্সিজেন পাঠানো হলো দুর্গাপুর থেকে

ডেস্ক: দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার। সীমিত হয়ে আসছে হাসপাতল জুড়ে অক্সিজেনের মাত্রা। দেশ-বিদেশ থেকে সাহায্যে হাত বাড়িয়েছে অক্সিজেনের সংকট দুর করতে।

এই পরিস্থিতিতে দুর্গাপুর থেকে দিল্লিতে পাঠানো হল অক্সিজেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে ৬টি কন্টেনারে ১২০ মেট্রিক টন লিক্যুইড অক্সিজেন সড়কপথে নিয়ে যাওয়া হয় সগরভাঙা জোনাল সেন্টারে, রেল মন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে। সেখান থেকে অক্সিজেন এক্সপ্রেস রওনা দেয় দিল্লির উদ্দেশে।