বিজেপিতে যোগ দিলেন শিশির অধিকারী, বলেছেন : ‘আমাকে ঠেলে বিজেপিতে পাঠানো হল, ছেলে যা ঠিক করবেন তাই করব আমি’

ডেস্ক: শুভেন্দু অধিকারী ১৯ শে ডিসেম্বর বিজেপিতে যোগদান করার পর থেকে বিরোধীরা কটাক্ষ করে বলেছিলেন বাংলায় পদ্ম ফোঁটানোর স্বপ্ন দেখার আগে নিজের বাড়িতে পদ্ম ফোঁটাক আগে।

বিরোধীদের কথার উত্তরে শুভেন্দু অধিকারী জানিয়েছিলো সময় হলেই শান্তিকুঞ্জে ফুটবে পদ্ম। আর সেই কথা আজ বাস্তব রুপ পেলো।

এদিন এগরার বালিসাইয়ে অমিত শা’র নির্বাচনী সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমান সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। শিশিরবাবু বলেন, আমাকে ঠেলে বিজেপিতে পাঠানো হল। ছেলে শুভেন্দু অধিকারী যা ঠিক করবেন তাই করব আমি। তবে মন খারাপ নেই আমার, এবার যুদ্ধ করব”।

পাশাপাশি অত্যাচারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করার আহ্বান জানান শিশিরবাবু। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের কিছুদিনের মধ্যে ভাই কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন।

বাকি ছিলো বাড়ির দুই সাংসদ শিশির ও দিব্যেন্দু অধিকারী। আজ শিশিরবাবু বিজেপির সভায় যোগদান করার পর বিরোধীদের তোলা প্রশ্নের জাবাব দিলেন।

শিশিরবাবু জানিয়েছিলেন, দলনেত্রী নয় ছেলের হয়ে নন্দীগ্রামে প্রচার করবেন। আর নন্দীগ্রামে ছেলেরই জয় হবে বলে প্রত্যাশি শিশির অধিকারী। এখন দেখার কাঁথি সহ নন্দীগ্রামে প্রচারের কতটা ঝড় তুলেন শিশির অধিকারী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *