বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ

খানাকুল, হুগলি : খানাকুলের সভা থেকে বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রবিবার এখানকার সভা মঞ্চ থেকে বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে বাংলার অবস্থা উত্তরপ্রদেশের মতো করা হবে। হুগলির খানাকুলের সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে হুঁশিয়ারি দিলেন সেটা বঙ্গরাজনীতিতে আগে কখনো শোনা যায়নি। বিজেপি বাংলার রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি তুলে আনছে বলেই রাজনৈতিক মহলের মত।

যোগী আদিত্যনাথ রবিবার সভা থেকে বলেন, “বাংলা জুড়ে এখন তৃণমূলের গুন্ডারাজ চলছে। তৃণমূলের গুন্ডারা আজ বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে। এককালে উত্তরপ্রদেশেও এই ধরণের গুন্ডারাজ চলত। তারপর উত্তরপ্রদেশ থেকে বহু গুন্ডা উধাও হয়ে গিয়েছে। তাদের অনেকে আজ জেলে চলে গিয়েছে। অনেকে যমলোকে চলে গিয়েছে। আবার অনেকে অন্যলোকে যাত্রা করেছে।” যোগীর এই মন্তব্যর পর কেউ কেউ বলছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কী বাংলার মানুষদের খুনের হুমকি দিচ্ছেন?

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন বলেন, “বিজেপি বাংলায় ক্ষমতায় এসে উত্তরপ্রদেশের কায়দায় বাংলা থেকে গুন্ডারাজ উধাও করবে । পশ্চিম বাংলার মাটিতেও বিজেপির শাসন আমলে গুন্ডারাজ বলে কোনও শব্দ আর থাকবে না। যে সমস্ত লোকজন ভারতের স্বাধীনতার জন্য সঙ্কট হয়ে উঠবে, তাদের আইনের শাসনে এনে কড়া হাতে গুন্ডারাজ দমন করবে বাংলার নতুন বিজেপি সরকার।”

যোগী আদিত্যনাথ আরও বলেন, “গুন্ডারাজ দমনের ক্ষেত্রে কোনও রাজনীতির রঙ দেখা হবে না।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, “এতদিন ধরে বাংলার মাটিতে যে সমস্ত বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে তাদের বিচার করা হবে। প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক সাজা পাবেই।” আদিত্যনাথ বলেন, “বর্তমানে বাংলার যা পরিস্থিতি একটা সময়ে উত্তরপ্রদেশে সেই একই পরিস্থিতি ছিল। কিন্ত আজ উত্তরপ্রদেশ শান্ত হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে হেঁটে উত্তরপ্রদেশ আজ উন্নয়নের পথে হাঁটছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে বাংলায় বিজেপি সরকার গঠনের মাধ্যমে বাংলাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে উন্নয়নের পথে হাঁটবে।”

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন কটাক্ষ করতেও ছাড়েননি যোগী আদিত্যনাথ । মামাটা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে যোগী বলেন, “আগে মমতা অন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধীতা করতেন। আর এখন তিনি শ্রীরামচন্দ্রের বিরোধীতা করছেন। কেন করছেন, কাদের স্বার্থে করছেন তা বুঝতে আজ আর বাকি নেই বাংলার মানুষের। তাই একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফুটবেই।” একদিকে রাজ্যবাসীদের হুমকি অন্যদিকে সাম্প্রদায়িকতার ধ্বনি তুলে গেলেন যোগী আদিত্যনাথ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *